For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্য দেশের লিগ, ক্রিকেটার সুরেশ রায়নার অনুরোধ কতটা গম্ভীরভাবে নিল বিসিসিআই?

অন্য দেশের লিগ, ক্রিকেটার সুরেশ রায়নার অনুরোধ কতটা গম্ভীরভাবে নিল বিসিসিআই?

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার অনুরোধের প্রেক্ষিতে জবাব দিল বিসিসিআই। বিষয়টি তারা কতটা গম্ভীরভাবে নিচ্ছে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে বোর্ড। ভারতীয় ব্যাটসম্যানকে ঠিক কী উত্তর দিয়েছে বিসিসিআই, তা জেনে নেওয়া যাক।

রায়নার কেরিয়ার

রায়নার কেরিয়ার

ভারতের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ান ডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলা সুরেশ রায়না তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭৬৮, ৫৬১৫ ও ১৬০৫ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাতটি শতরানও রয়েছে তাঁর। জাতীয় দলে এখন আর সুযোগ পান না রায়না। এখন আইপিএল-ই তাঁর সম্বল।

রায়নার আর্জি

রায়নার আর্জি

ভারতীয় ক্রিকেট দল থেকে কার্যত ব্রাত্য হয়ে যাওয়া সুরেশ রায়নার কথায়, আইপিএল ছাড়া তিনি সারা বছর আর ক্রিকেট খেলার সুযোগ পান না। তাই তাঁর মতো ক্রিকেটারদের আইপিএলের বাইরেও অন্তত দুটি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেওয়ার জন্য বিসিসিআই-কে আর্জি জানিয়েছিলেন রায়না। বলেছিলেন, অন্য দেশের লিগে খেললে তাঁদের কাছে নতুন কিছু শেখার সুযোগ থাকবে।

বিসিসিআই-র জবাব

বিসিসিআই-র জবাব

সুরেশ রায়নার আর্জি যে মানা সম্ভব নয়, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিসিআই-র এক কর্তা। তাঁর কথায়, বোর্ড চায় ভারতীয় ক্রিকেটের উন্নতি। তাই এবার থেকে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়া বা অবসর আসন্ন ক্রিকেটাররা যাতে আইপিএল নিলামে বেশি দর পান, সেদিকে নজর রাখা হবে বলে জানিয়েছেন ওই বিসিসিআই কর্তা। তাতে রায়নার মতো ক্রিকেটাররা অন্য দেশের লিগে খেলার চিন্তা ভুলে থাকবেন বলে মনে করেন বোর্ডের ওই কর্তা।

বিসিসিআই-র নিয়ম

বিসিসিআই-র নিয়ম

ভারতীয় দলে খেলা কিংবা বিসিসিআই-র অন্তর্ভূক্ত কোনও ক্রিকেটার আইপিএল ছাড়া অন্য কোনও দেশের লিগে খেলতে পারবেন না বলে নিয়ম তৈরি করেছে বিসিসিআই। এই নিয়মের গেরোয় একসময় আটকা পড়েছেন যুবরাজ সিং, হরভজন সিং-র মতো ক্রিকেটাররা।

বিরাট ও স্মিথের মধ্যে কোন দুই টেনিস কিংবদন্তির ছায়া পান লেজেন্ড ডিভিলিয়ার্স?বিরাট ও স্মিথের মধ্যে কোন দুই টেনিস কিংবদন্তির ছায়া পান লেজেন্ড ডিভিলিয়ার্স?

English summary
How BCCI reacts to the cricketer Suresh Raina's request
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X