For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে নিলামের ভাবনা এল কীভাবে, জানালেন টু্র্নামেন্টের প্রাক্তন সিওও

আইপিএলে নিলামের ভাবনা এল কীভাবে, জানালেন টু্র্নামেন্টের প্রাক্তন সিওও

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে এ বছর টুর্নামেন্ট আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও যেনতেন-প্রকারেণ আইপিএলের আসর বসাতে বদ্ধপরিকর বিসিসিআই। তাই আশায় বুক বেঁধেছে ক্রিকেট প্রেমী মানুষ। কারণ এই টুর্নামেন্ট দেখার জন্য মুখিয়ে থাকে ক্রিকেট বিশ্ব। তেমনই আইপিএলের নিলামকে ঘিরেও আগ্রহের শেষ নেই। এভাবে ক্রিকেটার কেনাবেচার ভাবনা টুর্নামেন্টে আমদানি হল কীভাবে, সে ইতিহাস জেনে নেওয়া যাক।

২০০৮ সালের কথা

২০০৮ সালের কথা

আইপিএলের প্রাক্তন চিফ অপারেটিং অফিসার সুন্দর রমন টুর্নামেন্টের প্রথম সংস্করণের ঘটনা শুনিয়েছেন। তিনি সেই সময়ের কথা বলেছেন, যখন দেশের আট ফ্রাঞ্চাইজি বিক্রি করে ফেলেছিল বিসিসিআই। টুর্নামেন্ট শুরুর দিনও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আট দলে ক্রিকেটারদের অন্তর্ভূক্তি ঘটবে কীভাবে, সেই সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল।

আইকন ক্রিকেটার বাছাই

আইকন ক্রিকেটার বাছাই

আইপিএলের প্রাক্তন চিফ অপারেটিং অফিসার সুন্দর রমন জানিয়েছেন মু্ম্বই ইন্ডিয়ান্সের আইকন ক্রিকেটার করা হয়েছিল সচিন তেন্ডুলকরকে। একইভাবে কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইকন ক্রিকেটার যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ ও রাহুল দ্রাবিড়কে নির্বাচন করা হয়েছিল বলে জানিয়েছেন রমন। কিন্তু দলে অন্যান্য ক্রিকেটারদের অন্তর্ভূক্তি ঘটবে কীভাবে, সেই সিদ্ধান্ত নিতে পারছিল না বিসিসিআই।

নিলামের ভাবনা

নিলামের ভাবনা

আইপিএলের প্রাক্তন চিফ অপারেটিং অফিসার সুন্দর রমন জানিয়েছেন, টুর্নামেন্টের আট ফ্রাঞ্চাইজির সঙ্গে তিনি এক সন্ধ্যায় চা-চক্রে বসেছিলেন। সেই আলোচনায় অনেকে অনেক কথা বললেও কোনও একটি দলের মালিক নিলামের মাধ্যমে ক্রিকেটার কেনার প্রস্তাব দেন বলে জানিয়েছেন রমন। সর্বসম্মতিক্রমে সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।

আইপিএলের ভাগ্য

আইপিএলের ভাগ্য

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে আইপিএল শুরু করা সম্ভব নয় বলেই মনে করেন টুর্নামেন্টের প্রাক্তন চিফ অপারেটিং অফিসার সুন্দর রমন। তাঁর কথায় ক্রিকেটের থেকেও মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

ঠিক কবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে চাইছে আইসিসি? বোর্ড মিটিংয়ে কোন সিদ্ধান্ত?ঠিক কবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে চাইছে আইসিসি? বোর্ড মিটিংয়ে কোন সিদ্ধান্ত?

English summary
How concept of auction in IPL comes over a evening tea discussion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X