For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্জাব কীভাবে গুছিয়ে কলকাতার মুঠো থেকে ম্যাচ বের করে নিল, দেখে নিন হাইলাইটস

কীভাবে পঞ্জাব ম্যাচ বের করে নিয়ে গেল কলকাতার হাত থেকে। জেনে নিন ম্যাচ হাইলাইটস অংশ।

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে কলকাতা ১৯১ রান করে ৭ উইকেটে। জবাবে ব্যাট করতে নেমে অসাধারণভাবে রান তাড়া করে পঞ্জাব। ব্যাট হাতে সংহারক মূর্তি ধারণ করেন ক্রিস গেইল ও কেএল রাহুল। মাঝে বৃষ্টিতে ম্যাচ থমকে গেলে আরও সহজ হয়ে যায় পঞ্জাবের জয়। কীভাবে পঞ্জাব ম্যাচ বের করে নিয়ে গেল কলকাতার হাত থেকে। জেনে নিন ম্যাচ হাইলাইটস অংশ।

পঞ্জাব কীভাবে গুছিয়ে কলকাতার মুঠো থেকে ম্যাচ বের করে নিল

কেকেআর ব্যাটিং

ওপেন করতে নামলেন সুনীল নারিন ও ক্রিস লিন।

শুরুতেই ধাক্কা কেকেআর-এর ১.৩ ওভারে মুজিব উর রহমানের বলে ১ রানে আউট সুনীল নারিন।

৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে কলকাতার রান ৪২।

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ৫০ রান পূর্ণ করল কলকাতা নাইট রাইডার্স।

১০ ওভার শেষে কলকাতার রান ৮৬/৩। ততক্ষণে আউট হয়ে ফিরে গিয়েছেন নারিন, উথাপ্পা ও নীতীশ রানা।

১৫ ওভারের পর কলকাতা তুলল ১৪৬ রান।

অ্যান্ড্রু টাইয়ের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে ৭৪ রানে ফিরে গেলেন লিন।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে কলকাতা তুলল ১৯১ রান।

পঞ্জাব ইনিংস

প্রথম ওভার করলেন শিবম মাভি। পঞ্জাব বিনা উইকেটে তুলল ৯ রান।

৩.৪ ওভারে অর্ধশতরান করে ফেলল পঞ্জাব। ৫ ওভার শেষে পঞ্জাব তুলল ৬২/০।

বৃষ্টিতে থমকে গেল ইডেনের ম্যাচ। ৮.২ ওভারে পঞ্জাব ৯৬ বিনা উইকেটে। রাহুল ৪৬ ও গেইল ৪৯ রানে অপরাজিত থাকেন।

মাঝে বৃষ্টির জন্য বহুক্ষণ খেলা বন্ধ ছিল। শেষ অবধি ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২৮ বলে ২৯ রান করতে হতো পঞ্জাবকে।

বল করতে এলেন পীযূষ চাওলা। ছয় হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন ক্রিস গেইল।

পরের ওভারে নারিনকে ছয় হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন কেএল রাহুলও।

শেষ অবধি ১১ বল বাকী থাকতে পঞ্জাব ৯ উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয়।

English summary
How Kings XI Punjab snatches away the match from Kolkata Knight Riders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X