For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের শহরের দল পাননি ধোনি, তবু তাঁকে অধিনায়ক বেছেছিল সিএসকে

নিজের শহরের দল পাননি ধোনি, তবু তাঁকে অধিনায়ক বেছেছিল সিএসকে

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের প্রথম সংস্করণে প্রতি দলের আইকন ক্রিকেটার অনেক আগেই বেছে ফেলা হয়েছিল। নিজ নিজ শহরের দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছিল তাঁদের। শুধু ব্যতিক্রম ছিলেন মহেন্দ্র সিং ধোনি। নিজের শহরের দল না থাকা সত্ত্বেও বহিরাগত এমএস-কেই অধিনায়ক নির্বাচন করেছিল চেন্নাই সুপার কিংস। তা কীভাবে সম্ভব হল, স্মৃতিচারণায় জানিয়েছেন আইপিএলের প্রাক্তন চিফ অপারেটিং অফিসার সুন্দর রমন।

আইকন নির্বাচন

আইকন নির্বাচন

আইপিএলের প্রাক্তন চিফ অপারেটিং অফিসার সুন্দর রমন জানিয়েছেন মু্ম্বই ইন্ডিয়ান্সের আইকন ক্রিকেটার করা হয়েছিল সচিন তেন্ডুলকরকে। নিজের শহরের দল ছাড়া অন্য কোনও ফ্রাঞ্চাইজিতে খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। একইভাবে কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইকন ক্রিকেটার যথাক্রমে লোকাল ম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ ও রাহুল দ্রাবিড়কে নির্বাচন করা হয়েছিল বলে জানিয়েছেন রমন।

ব্যতিক্রম ছিলেন ধোনি

ব্যতিক্রম ছিলেন ধোনি

বাকি ক্রিকেটারদের মতো মহেন্দ্র সিং ধোনির জন্য আইপিএলে স্থানীয় দল মজুত ছিল না। তা বলে ২০০৭ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেওয়া অধিনায়ককে অবজ্ঞা করাও তো সম্ভব ছিল না। এমতাবস্থায় মাস্ট্রারস্ট্রোকটি খেলে ফেলে চেন্নাই সুপার কিংস। কোনও দিক না ভেবে সিএকে নিজের রাজ্যের তাবড় ক্রিকেটারদের বাদ দিয়ে বহিরাগত ধোনিকেই দলের আইকন ক্রিকেটার ও অধিনায়ক বেছেছিল বলে জানিয়েছেন রমন।

বিরাট কোহলির অন্তর্ভূক্তি

বিরাট কোহলির অন্তর্ভূক্তি

২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল। আবার ওই বছরই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। প্রতি দলে ওই স্তরের ক্রিকেটারদের রাখা হবে বলে ঠিক করেছিল আইপিএল কমিটি। ওই ড্রাফটেই বিরাট কোহলিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল বলে জানিয়েছেন আইপিএলের প্রাক্তন চিফ অপারেটিং অফিসার সুন্দর রমন। যদিও নিলামের প্রথম ড্রাফটে টিম ইন্ডিয়ার অধিনায়কের নাম ওঠেনি বলে জানিয়েছেন রমন।

দুই তারকাই আইপিএলের মুখ

দুই তারকাই আইপিএলের মুখ

এমএস ধোনি ও বিরাট কোহলিই এখন আইপিএলের অন্যতম মুখ। প্রথম জন তিন বার সিএসকে-কে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। অন্যজন এখনও পর্যন্ত আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক।

আইপিএলে নিলামের ভাবনা এল কীভাবে, জানালেন টু্র্নামেন্টের প্রাক্তন সিওওআইপিএলে নিলামের ভাবনা এল কীভাবে, জানালেন টু্র্নামেন্টের প্রাক্তন সিওও

English summary
How MS Dhoni and Virat Kohli gets team in Indian Premier League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X