For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯৯৯-র চেন্নাই টেস্টে সচিনকে আউট করার ফন্দি কাজে এসেছিল আক্রমদের

১৯৯৯-র চেন্নাই টেস্টে সচিনকে আউট করার ফন্দি কাজে এসেছিল আক্রমদের

  • |
Google Oneindia Bengali News

১৯৯৯-র ঐতিহাসিক চেন্নাই টেস্টে ভারতীয় দলের দুর্গ আটকে রাখা সচিন তেন্ডুলকরকে আউট করার জন্য কোন ফন্দি এঁটেছিল পাকিস্তান, তা জানালেন কিংবদন্তি ওয়াসিম আক্রম। তাঁদের পরিকল্পনা কোনওভাবে কাজেও এসে গিয়েছিল বলে জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

আগে ব্যাট করেছিল পাকিস্তান

আগে ব্যাট করেছিল পাকিস্তান

১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সমঝোতা সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালে। দুই দলের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল চেন্নাই-র চিপক স্টেডিয়ামে। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ২৩৮ ও দ্বিতীয় ইনিংসে ২৮৬ রান করেছিলেন ওয়াসিম আক্রমরা। প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছিলেন উইকেটরক্ষক মইন খান। দ্বিতীয় ইনিংসে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন শাহিদ আফ্রিদি।

ভারতের জবাব

ভারতের জবাব

প্রথম ইনিংসে ২৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। দেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথম ইনিংসে ১৬ রানে এগিয়ে থাকলেও, দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের দেওয়া ২৭১ রানের লক্ষ্যে পৌঁছতে পারেনি টিম ইন্ডিয়া। ম্যাচ ১২ রানে হেরেছিল ভারত।

সচিনের লড়াই

সচিনের লড়াই

চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। তবে তারই মধ্যে দুর্গ সামলে রেখেছিলেন সচিন তেন্ডুলকর। উইকেটরক্ষক নয়ন মোঙ্গিয়ার (৫২) সহযোগিতায় ২৭৩ বলে ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। তিনি আউট হতেই ভারতের আশাও শেষ হয়ে গিয়েছিল।

ফন্দি এঁটেছিল পাকিস্তান

ফন্দি এঁটেছিল পাকিস্তান

সচিন তেন্ডুলকরকে আউট করতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন পাকিস্তানি বোলাররা। স্পিনার সাকলিন মুস্তাক অধিনায়ক ওয়াসিম আক্রমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। আক্রম তাঁর দলের সেরা স্পিনারকে সচিনকে খেলানোর বল দিতে বলেন। সাকলিন সেই কাজই করেছিলেন। লুজ বল পেয়ে মিড উইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে সচিন আক্রমের হাতে ক্যাচ দিয়ে ফেলেন। এ কথা নিজেই জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার।

আইএসএলে খেলবেই, নিশ্চিত করে বলতে পারছে না ইস্টবেঙ্গল, উল্টে 'মশালা লিগ' বলে আক্রমণআইএসএলে খেলবেই, নিশ্চিত করে বলতে পারছে না ইস্টবেঙ্গল, উল্টে 'মশালা লিগ' বলে আক্রমণ

English summary
How Pakistan got Sachin Tendulkar's wicket on 1999 Chennai test, reveals Wasim Akram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X