For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্রাবিড় জায়গা পেলেও কেন আইসিসি 'হল অব ফেম'-এ নেই সচিন! জানেন কি

কেন এখনও আইসিসি হল অব ফেম-এ নাম নেই ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের?

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট তারকা রাহুল শরদ দ্রাবিড় সম্প্রতি আইসিসি হল অব ফেম-এ জায়গা পেয়েছেন। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই সম্মাননা পেয়েছেন তিনি। তাঁর আগে এই সম্মানা পেয়েছেন কপিল দেব, সুনীল গাভাসকর, বিষাণ সিং বেদী ও অনিল কুম্বলে। এই ঘটনায় ক্রিকেটপ্রেমীরা আনন্দিত হলেও সকলের মনে এই প্রশ্ন জেগেছে। তা হল, কেন এখনও এই তালিকায় নাম নেই ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের?

দ্রাবিড় জায়গা পেলেও কেন আইসিসি হল অব ফেম-এ নেই সচিন! জানেন কি

ঘটনা হল, দ্রাবিড় আইসিসি হল অব ফেমে ঢোকার যোগ্যতা অর্জন করলেও সচিনের এখনও সেই যোগ্যতা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, কী সেই যোগ্যতা যা বিশ্বের সমস্ত ব্যাটিং রেকর্ড ভাঙা ব্যাটসম্যানের নেই। বাকীদের রয়েছে।

নিয়ম হল, আইসিসি হল অব ফেমে ঢোকার যোগ্যতা অর্জন করতে গেলে অন্তত পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে হবে। আর সচিন ক্রিকেট ছেড়েছেন ২০১৩ সালের নভেম্বর মাসে। যার এখনও পাঁচ বছর পূর্ণ হয়নি।

ওয়াংখেড়েতে ঘরের মাঠে সচিন শেষ টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় জানান। সেটা ছিল তাঁর ২০০ তম টেস্ট। তার আগে ও পরে কোনও ক্রিকেটার এত সংখ্যক টেস্ট খেলেননি। একদিনের ক্রিকেট হোক অথবা টেস্ট ক্রিকেট দুটোতেই তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ও রান করেছেন।

অন্যদিকে দ্রাবিড় ২০১২ সালে ক্রিকেটকে বিদায় জানান। ১৬৪টি টেস্ট, ৩৪৪টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। তিনি সচিনের আগে ক্রিকেটকে বিদায় জানানোয় আইসিসি হল অব ফেমে ঢোকার যোগ্যতা অর্জন করে ফেলেছেন সচিনের আগেই।

English summary

 How Rahul Dravid made it to the ICC Hall of Fame before Sachin Tendulkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X