For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুজবেন্দ্র চাহালের অনবদ্য ফিল্ডিং ক্ষমতা নিয়ে বিশেষ বার্তা রোহিত শর্মার, ভাইরাল ভিডিও

যুজবেন্দ্র চাহালের অনবদ্য ফিল্ডিং ক্ষমতা নিয়ে বিশেষ বার্তা রোহিত শর্মার, ভাইরাল ভিডিও

  • |
Google Oneindia Bengali News

টিকটক কিং তথা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকে নিয়ে কয়েকদিন আগেই ঠাট্টা করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ও দেশের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর লাইভ কথোপকথনের মধ্যে ঢুকে পড়ায় চাহালকে 'জোকার' বলেছিলেন বিরাট। তা থেকে অনুপ্রাণিত হয়ে এবার লেগ স্পিনারকে নিয়ে মশকরা করলেন টিম ইন্ডিয়ার ডেপুটি রোহিত শর্মাও। যুজবেন্দ্র চাহালের অনবদ্য ফিল্ডিং ক্ষমতা নিয়ে বিশেষ বার্তা দিলেন হিটম্যান।

আয়কর থেকে অতিরিক্ত আয়

আয়কর থেকে অতিরিক্ত আয়

নোট বাতিলের ঘটনার ফলে যে পরিমাণ টাকা অর্থব্যবস্থার বাইরে ছিল তা ব্যাঙ্ক ব্যবস্থার মাধ্যমে মূল স্রোতে ফিরে এসেছে। অনেকের লুকনো গচ্ছিত ধন বের করতে হয়েছে। কর ব্যবস্থায় স্বচ্ছ্বতা আসবে। সরকারের কর থেকে আয় বাড়বে। এর পাশাপাশি জিএসটি থেকেও সরকারের আয়ের মাধ্যমেও কিছুবছরের মধ্যে কেন্দ্র লাভবান হতে চলেছে।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৫৬ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। দেশে প্রাণ হারিয়েছেন চার হাজারেরও বেশি মানুষ।

আয়করের স্ল্যাবে পরিবর্তন

আয়করের স্ল্যাবে পরিবর্তন

নোট বাতিলের ফলে সাধারণ মানুষের যে হয়রানি হতে চলেছে তা আয়করের স্ল্যাবকে বেশ কিছুটা বাড়িয়ে পূর্ণ করতে পারে কেন্দ্র সরকার। এখন আয়করের সীমা রয়েছে ২.৫ লক্ষ টাকা। তা বাড়িয়ে খুব কম হলে তিন লক্ষ করতে পারে সরকার। এছাড়া ৮০সি ধারায় ছাড় দেড় লক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হতে পারে। এর পাশাপাশি কর্পোরেট সংস্থাগুলিকে স্বস্তি দিয়ে করের সীমা ৩০ শতাংশ থেকে কমে ২৫ শতাংশ নেমে আসতে পারে।

ঘরবন্দি ক্রিকেটাররা

ঘরবন্দি ক্রিকেটাররা

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দি হয়ে রয়েছেন ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঘরেই শরীরচর্চাও সেরে নিচ্ছেন বিরাট কোহলি অ্যান্ড কং।

পরিকাঠামোগত বৃদ্ধি

পরিকাঠামোগত বৃদ্ধি

নোটের অপ্রতুলতা ছোট ও মাঝারি শিল্পগুলিকে সবচেয়ে বেশি আঘাত করেছে। এর পাশাপাশি রিয়েল এস্টেটের মতো নগদনির্ভর ক্ষেত্রগুলিতেও এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। ফলে পরিকাঠামোগত ক্ষেত্রে বাজেট বরাদ্দ এবছর বাড়তে পারে। এছাড়া বাণিজ্য ক্ষেত্রে সুদের হার কমতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত ক্ষেত্রগুলি কিছুটা স্বস্তি পেতে পারে। বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়লে কেনাকাট সহ নানা ক্ষেত্রে আমজনতার খরচের হাত ফের খুলে যেতে পারে যা নোট বাতিলের ঘটনার পরে প্রায় অনেকটাই কমে গিয়েছিল।

রোহিতের ওয়ার্ক আউট

লকডাউনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঘরেই শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। এ সংক্রান্ত নানা ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে হিটম্যানকে। আরও একবার নিজের ওয়ার্ক আউটের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ভাইরাল হলেন রোহিত।

ডিজিটাল লেনদেনে গুরুত্ব

ডিজিটাল লেনদেনে গুরুত্ব

নোট বাতিলের ঘটনার ফলে নগদহীন অর্থনীতির গুরুত্ব অনেকটা বেড়েছে। সরকার চাইছে সাধারণ মানুষ আরও বেশি করে নগদহীন অর্থনীতে আপন করে নিক। এজন্য ডিজিটাল পেমেন্টে নানা ছাড়ের কথাও ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি এবারের বাজেটে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে আরও কয়েকদফা ছাড়ের কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

চাহালকে নিয়ে ঠাট্টা

চাহালকে নিয়ে ঠাট্টা

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও-তে নিজের বাড়ির জিমে রোহিত শর্মাকে একাধিকবার শূণ্যে লাফ দিতে দেখা গিয়েছে। তবে এটা তিনি নন। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ক্রিকেট মাঠে ফিল্ডিং করার সময় এভাবে লাফঝাঁপ দেন বলে ঠাট্টা করেছেন হিটম্যান। তাতে নানা ধরনের মন্তব্য করেছেন দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং থেকে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হার্শেল গিবস। মন্তব্য করেছেন যুজবেন্দ্র চাহাল নিজেও।

এবার করোনা মাস্কে মেসি-সুয়ারেজ, অভিনব ভাবনা বার্সেলোনারএবার করোনা মাস্কে মেসি-সুয়ারেজ, অভিনব ভাবনা বার্সেলোনার

English summary
How Yuzvendra Chahal is jumping on the field, says Rohit Sharma,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X