For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ আইপিএল-এর বোধন, হৃত্বিক- জ্যাকলিনদের চোখ-ধাঁধানো অনুষ্ঠানের পরই শুরু ম্যাচ

Stadium. গত দু’বছর ধরে আইপিএলের উদ্বোধন নিয়ে নতুন নীতি নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দেখা যাচ্ছিল, মাঠের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের নাচা-গানার পরে একই দিনে প্রথম ম্যাচের আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

আজ থেকে আইপিএল-এর ঢাকে কাঠি পড়ে যাচ্ছে। প্রতিবারের মতো এবারও আয়োজন হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের। কিন্তু, জাঁক-জমকে কি আগের সমস্ত আইপিএল-এর উদ্বোধনি অনুষ্ঠানকে ম্লান করে দেবে এবারের উদ্বোধন! এ বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। যদিও, উদ্বোধনি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলিউড তারকা হৃত্বিক রোশন থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্ডেজদের। এই অনুষ্ঠান নিয়ে বিসিসিআই কর্তারা রীতিমতো ক্ষুব্ধ।

শুরু হয়ে যাচ্ছে টি-২০ ক্রিকেটের ভুরিভোজ

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/N_KDtpU3isI" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

গত দু'বছর ধরে আইপিএলের উদ্বোধন নিয়ে নতুন নীতি নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দেখা যাচ্ছিল, মাঠের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের নাচা-গানার পরে একই দিনে প্রথম ম্যাচের আয়োজন করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের তারকারা ছাড়াও অনেক শিল্পী অংশ নেন। যে-হেতু একই দিনে ম্যাচও থাকে, মাঠে অনুষ্ঠান করায় ঝুঁকি থেকে যায়।

শুরু হয়ে যাচ্ছে টি-২০ ক্রিকেটের ভুরিভোজ

শুরু হয়ে যাচ্ছে টি-২০ ক্রিকেটের ভুরিভোজ

শুরু হয়ে যাচ্ছে টি-২০ ক্রিকেটের ভুরিভোজ

সেই কারণেই গত কয়েক বছর ধরে বোর্ড নতুন নীতি নিয়েছিল যে, উদ্বোধনী অনুষ্ঠান হয় অন্য কোনও মাঠে করা হবে নয়তো প্রেক্ষাগৃহে করা হবে। এ বারে আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে। শুক্রবার রাতের খবর সেই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন হৃতিক রোশন, জ্যাকলিন ফার্নান্ডেজ, তমান্না ভাটিয়ার মতো চিত্রতারকারা। কিন্তু বলিউডের আর কোন তারকার থাকবেন সেটা নিয়ে আগ্রহের পাশাপাশি আশঙ্কা রয়েছে মাঠের না ক্ষতি হয়ে যায়।

শুরু হয়ে যাচ্ছে টি-২০ ক্রিকেটের ভুরিভোজ

শুরু হয়ে যাচ্ছে টি-২০ ক্রিকেটের ভুরিভোজ

শুরু হয়ে যাচ্ছে টি-২০ ক্রিকেটের ভুরিভোজ

শুক্রবার মুম্বইয়ে ফোন করে জানা গেল, ওয়াংখেড়ের পিচকে বাদ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ভাবা হয়েছে। পিচ থেকে দূরে করা হয়েছে মঞ্চ। কিন্তু মুম্বই ক্রিকেট মহলে অনেকে তবু আশঙ্কা মুক্ত হতে পারছেন না। এঁরা বলছেন, ''উদ্বোধনী অনুষ্ঠানে অনেক শিল্পী থাকে। তারা কে কোথায় ঘুরে বেড়াবে, কোথায় নাচতে নাচতে চলে যাবে, তার নিশ্চয়তা কেউ দিতে পারে? উদ্বোধনী অনুষ্ঠান একই মাঠে হওয়া মানেই ঝুঁকি থেকে যাচ্ছে।'' বোর্ডের মধ্যে অনেকে অভিযোগের আঙুল তুলছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্‌স (সিওএ)-র দিকে। বোর্ড কর্তাদের অন্ধকারে রেখে তাঁরাই এখন ক্রিকেট প্রশাসন চালাচ্ছেন। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাও নাকি এই বিষয় নিয়ে খুশি নন।

শুরু হয়ে যাচ্ছে টি-২০ ক্রিকেটের ভুরিভোজ

English summary
IPL 2018 is starting today with some splendid performance. As far as the sources are claiming Bollywood star Hrithik Roshan, Jacqueline Fernandez will take participate in the inaugural function in Wankhede Stadium.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X