For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তানে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব রশিদ খান! কী মত তাঁর নিজের

নিজের দেশ আফগানিস্তানেও কি রশিদ এভাবেই সমর্থন পান? এতটা জনপ্রিয় তিনি?

  • |
Google Oneindia Bengali News

আফগানিস্তানের বিস্ময় স্পিনার রশিদ খান আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করেছেন। একার দক্ষতায় গ্রুপ লিগে কতগুলি ম্যাচ তো জিতিয়েইছেন, দ্বিতীয় কোয়ালিফায়ারে শুধু বল হাতে ৩ উইকেট নেওয়াই নয়, ব্যাট হাতে ১০ বলে ৩৪ রান করে কলকাতার বিরুদ্ধে দলকে জিতিয়ে ফাইনালে তুলেছেন।

আফগানিস্তানে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব রশিদ খান! কী মত তাঁর নিজের

মূলত রশিদের গেমসম্যানশিপের দৌলতেই হায়দরাবাদ ফাইনালে ওঠে কলকাতাকে হারিয়ে। তারপরে শেষ অবধি যদিও ফাইনালে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছে।

[আরও পড়ুন: ফের বর্ষসেরার মুকুট উঠল বিরাট কোহলির মাথায় ][আরও পড়ুন: ফের বর্ষসেরার মুকুট উঠল বিরাট কোহলির মাথায় ]

হায়দরাবাদে তো বটেই সারা ভারতে রশিদ খানের ভক্ত ছড়িয়ে রয়েছেন। যে স্টেডিয়ামেই তিনি গিয়েছেন, সমর্থকেরা তাঁকে নিয়ে স্লোগান দিয়েছেন। আফগানিস্তানের ক্রিকেটার হয়েও ভারতে যেভাবে সমর্থন পেয়েছেন তা এককথায় অভূতপূর্ব। তবে নিজের দেশ আফগানিস্তানেও কি রশিদ এভাবেই সমর্থন পান? এতটা জনপ্রিয় তিনি?

রশিদ হেসে বলছেন, আমি যতদূর জানি, আফগানিস্তানে রাষ্ট্রপতি আশরফ গনির পরে আমিই সবচেয়ে জনপ্রিয়। তবে রশিদের এই ক্রিকেট খ্যাতি ও জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব জুড়ে নানা দেশের টি২০ লিগ খেলতে গিয়ে শেষ অবধি পরিবারকেই সময় দিতে পারছেন না রশিদ। তা নিয়ে বেশ আক্ষেপ ঝরে পড়েছে রশিদের গলায়।

কীভাবে টি২০ বোলার হিসাবে এত পরিণত হয়ে উঠেছেন রশিদ খান? এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, টি২০ মানেই খেলা উপভোগ করা। যত বেশি উপভোগ করবেন তত ভালো খেলবেন। আর ভয় পেয়ে গেলেই আপনার সর্বনাশ হবে। তাই নির্ভয় হয়ে খেলতে হবে।

English summary
After the President of Afghanistan Ashraf Ghani, maybe, I am the person who is most popular in Afghanistan, says Rashid Khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X