For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার দিনের টেস্ট নিয়ে এবার মুখ খুললেন কিংবদন্তি বোথাম

সচিন তেন্ডুলকর থেকে রিকি পন্টিং টেস্ট ক্রিকেটকে চার নিয়ে পরিবর্তন করার বিরোধীতা করে প্রতিক্রিয়া দিয়েছেন। এবার সেই পথে হেঁটে চারদিনের টেস্ট নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের কিংবদন্তি প্রাক্তনী ইয়ান বোথাম

  • |
Google Oneindia Bengali News

সচিন তেন্ডুলকর থেকে রিকি পন্টিং টেস্ট ক্রিকেটকে চার দিনে পরিবর্তন করার বিরোধীতা করে প্রতিক্রিয়া দিয়েছেন। এবার সেই পথে হেঁটে চারদিনের টেস্ট নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের কিংবদন্তি প্রাক্তনী ইয়ান বোথাম।

আইসিসির কাছে বোথামের আর্জি

আইসিসির কাছে বোথামের আর্জি

বোথাম বলেছেন, 'আইসিসির এবার টেস্ট নিয়ে বারাবারি রকমের মাথা ঘামানো বন্ধ করা উচিত।'

বোথাম আর যা বললেন

টুইটে ক্ষোভ উগড়ে দিয়ে বোথাম লিখেছেন, 'ইংল্যান্ডে পাঁচ দিনের ক্রিকেটের জনপ্রিয়তা রয়েছে। মানুষ পাঁচ দিন ধরেই টেস্ট ক্রিকেট দেখতে পছন্দ করে। ফুল হাউসও হয়। টেস্ট ক্রিকেট স্কিল, সাহস ও স্ট্যামিনার আসল পরীক্ষা হয়। টেস্ট ক্রিকেট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হোক। '

টেস্টের আধুনিক ডন বিরাট কী বলেছেন

টেস্টের আধুনিক ডন বিরাট কী বলেছেন

বিরাট কোহলিও চার দিনের টেস্ট প্রস্তাবের ঘোর বিরোধীতা করেছেন। বিরাট বলেছেন, 'বাণিজ্যকরণের জন্য দিন রাতের টেস্ট ক্রিকেট পর্যন্ত ঠিক আছ। তাই বলে টেস্ট ক্রিকেটে এক দিন কমিয়ে ফেলা একেবারেই মেনে নেওয়া যায় না। এরপর কোনওদিন তিন দিনের টেস্ট খেলার পক্ষে প্রস্তাব উঠবে। '

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্ট

বিশ্বজুড়ে যখন টেস্ট ক্রিকেটকে চারদিনে করা নিয়ে আলোচনা চলছে তখন কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে থ্রিলার লড়াই দেখা গেল। ম্যাচের পঞ্চম দিনের শেষ সেশনে ইংল্যান্ডের জয়ের জন্য ৫ উইকেট প্রয়োজন ছিল। স্টোকস এরপর ৩ উইকেট নিয়ে প্রোটিয়া শিবিরের কফিনে শেষ পেরেক পুঁতে দলকে ম্যাচ জেতান। পঞ্চম দিনের শেষবেলায় এমন থ্রিলার দেখে আরও বেশি করে পাঁচ দিনের টেস্টের পক্ষে মতামত দিচ্ছে ক্রিকেটমহল।

English summary
Ian Botham has urged ICC to leave Test cricket alone after England vs South Africa fifth day thriller
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X