For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাসেজ ২০১৯: অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব ফিরে পেতে পারেন স্মিথ, বললেন চ্যাপেল

স্মিথের ফের অধিনায়কের সিংহাসনে বসা শুধু সময়ের অপেক্ষা বললেন প্রাক্তন অজি কিংবদন্তি ইয়ান চ্যাপেল

  • |
Google Oneindia Bengali News

ব্যাটে রানের ফুলঝুরি! অ্যাসেজ সিরিজে একার কাঁধে অস্ট্রেলিয়াকে বয়ে নিয়ে যাচ্ছেন। অ্যাসেজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরে তিন টেস্ট খেলে পাঁচ ইনিংসে সংগ্রহ মোট ৬৭১ রান। দুটি সেঞ্চুরি, দুটি অর্ধশতরান ও একটি দ্বিশতরানের ইনিংস!

অ্যাসেজ ২০১৯: অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব ফিরে পেতে পারেন স্মিথ, বললেন চ্যাপেল

যার নামে এত প্রশংসা, তিনি স্টিভ স্মিথ। এভাবে রানমেশিন হয়ে উঠলে স্মিথের ফের অধিনায়কের সিংহাসনে বসা শুধু সময়ের অপেক্ষা বললেন প্রাক্তন অজি কিংবদন্তি ইয়ান চ্যাপেল। 'ভবিষ্যতে স্মিথ ছাড়াও তো চোখের সামনে আর কাউকে অধিনায়ক হিসেবে যোগ্য ব্যক্তি বলে দেখেছি না', বলে উল্লেখ করেছেন চ্যাপেল।

এক ইন্টারিভউতে প্রাক্তন অজি অধিনায়ক চ্যাপেল বলেন,'এই দলটার এখন শুধু একজন ভালো নেতা প্রয়োজন। ঘয়োরা ক্রিকেটে ট্রাভিস হেড, উসমান খোয়াজারা থাকলেও আন্তর্জাতিক পর্যায় নেতৃত্ব দেওয়ার মতো তাঁদের অভিজ্ঞতা নেই। টিম পেইন যখন অবসর নেবে তখন দলে আর বিকল্প কোনও টেস্ট অধিনায়ক নেই। স্মিথই তখন দলের হাল ধরতে পারে। '

প্রসঙ্গত এর আগে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে অ্যাসেজ জিতেছেন স্মিথ। গতবার ঘরের মাঠে ২০১৭ সালে তাঁর অধীনে ৪-০ অ্যাসেজ জিতেছিল অজিরা। সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে যথেষ্ট সফল ছিলেন। পরে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হন। সেই সঙ্গে স্মিথকে অজি দলের অধিনায়কের ভূমিকা থেকে বরখাস্ত করা হয়।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/DUxbfz3daXQ" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

English summary
Ian Chappell says, Steve Smith could regain captaincy for australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X