For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১: বাছাই পর্বে ১৬ দল থেকে ৪ দলের যোগ্যতা পাওয়ার লড়াই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১: বাছাই পর্বে ১৬ দল থেকে ৪ দলের যোগ্যতা পাওয়ার লড়াই

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২১ সালে ভারতের মাটিতে হবে আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত জানাল আইসিসি। ২০২১ এর বিশ্ব টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাছাই পর্বের নিয়ম জানিয়ে দিল আইসিসি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৬ দলে খেলা হবে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১: বাছাই পর্বে ১৬ দল থেকে ৪ দলের যোগ্যতা পাওয়ার লড়াই

আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব-এশিয়া ও ইউরোপ। উপমহাদেশের ভিত্তিতে মোট ১১টি বাছাই পর্বের টুর্নামেন্ট হবে। যে ৮টি দল সরাসরি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলছে তারা ২০২১ বিশ্বকাপেও সরাসরি খেলার সুযোগ পাবে । ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাকি দলগুলিকে যোগ্যতা অর্জন করতে হবে।

আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, ২০২০ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়া প্রথম ৮টি দল ২০২১ বিশ্বকাপেও সরাসরি খেলার সুযোগ পাবে। পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ তে এই আটটি হেভিওয়েট দল ২০২১-র টি-২০ আসরে সরাসরিই খেলার বিষয়ে নিশ্চিত।

এরপর চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের বাকি ৮ দল অর্থাৎ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওমানের মধ্যে থেকে ৪টি দল ২০২১ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবে।

এক্ষেত্রে ২০২০ বিশ্বকাপে এই আটের মধ্যে যারা সুপার টুয়েলভে উঠবে, সেই চার দল সুযোগ পাবে। ২০২০ বিশ্বকাপের সুপার ১২ পর্ব উঠতে ব্যর্থ হওয়া চার দলকে আবার বাছাইপর্বের ম্যাচ খেলতে হবে।

যেকারণে ৫টি মহাদেশকে আইসিসি ১১টি অঞ্চল ভাগ করেছে। এই ১১ অঞ্চলের মধ্যে থেকে প্রতিযোগিতা করে উঠে আসা ৮টি দল ও তাদের সাথে জিম্বাবোয়ে, হংকং, নেপাল ও আরব আমিরশাহি অর্থাৎ চার দল সরাসরি বাছাইপর্বে খেলার সুযোগ পাবে। অর্থাৎ মোট ১৬ দলের যোগ্যাতা অর্জন পর্বের ম্যাচ খেলা হবে।

English summary
ICC 2021 T20 World Cup in India: Four Countries will Qualify from 16-team ICC Qualifier
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X