For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ শুক্রবার! বৈঠকে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ শুক্রবার! বৈঠকে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে আগামী অক্টোবরে আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা, তা নিশ্চিত হবে শুক্রবার। কারণ এদিন টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠক করতে চলেছে বলে সূত্রের খবর। তবে যা পরিস্থিতি, তাতে বিশ্বকাপ অনেকটাই পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়েছে ২১২টি দেশে। বিশ্বব্যাপী মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা প্রায় দুই লক্ষ ৭০ হাজার ছুঁই ছুঁই। অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাত হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাঙারুর দেশে লাগু রয়েছে লকডাউন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা বিশ্বকাপ। ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা টুর্নামেন্ট। এই বিশ্বকাপে বিশ্বের ১৬টি দেশের অংশ নেওয়ার কথা। মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

পিছিয়ে দিতে কী সমস্যা

পিছিয়ে দিতে কী সমস্যা

করোনা ভাইরাসের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ কয়েক মাসের জন্য পিছিয়ে দিলে ক্রিকেট ক্যালেন্ডারে বড়সড় বদল আনতে হবে আইসিসি-কে। একই কারণে অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে তেমন কিছু করাও সম্ভব নয়। কারণ আগামী বছর ভারতে ফের বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

বৈঠকে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া

বৈঠকে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া

সূত্রের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণ করতে শুক্রবার ভিডিও কনফারেন্সিং-র মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বসছে আইসিসি। এই বৈঠকে টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

ওয়ার্নারের সেরা ইন্দো-অজি আইপিএল একাদশে ভারতীয় রথিরা, তবু বাদ যুবরাজওয়ার্নারের সেরা ইন্দো-অজি আইপিএল একাদশে ভারতীয় রথিরা, তবু বাদ যুবরাজ

English summary
ICC and Cricket Australia will decide the fate of T20 World Cup on Friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X