For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী পাঁচ বছরের জন্য এফটিপি প্রকাশ করল আইসিসি

২০১৮ থেকে ২০২৩ –এই পাঁচ বছরের জন্য ফিউচার ট্যুর পোগ্রাম (এফটিপি) প্রকাশ করল আইসিসি। আইসিসির প্রকাশ করা এই পাঁচ বছরের সূচিতে রয়েছে একাধিক চমক।

Google Oneindia Bengali News

২০১৮ থেকে ২০২৩ -এই পাঁচ বছরের জন্য ফিউচার ট্যুর পোগ্রাম (এফটিপি) প্রকাশ করল আইসিসি। আইসিসির প্রকাশ করা এই পাঁচ বছরের সূচিতে রয়েছে একাধিক চমক। এই ফিউচার ট্যুর পোগ্রামে থাকছে বহু চর্চিত টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়াও থাকছে ওডিআই লিগ।

আগামী পাঁচ বছরের জন্য এফটিপি প্রকাশ করল আইসিসি

আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথম ৯টি দল সুযোগ পাবে এই চ্যাম্পিয়নশিপে। অন্য দিকে, ২০২০ সালের আগে পর্যন্ত আর কোনও টেস্ট ম্যাচ খেলতে পারবে না আফঘানিস্তান। ১৫ জুলাই ২০১৯ থেকে শুরু হবে এই চ্যাম্পিয়নশিপ, চলবে ২০২১-এর ৩০ এপ্রিল পর্যন্ত। দু'বছরের মধ্যে প্রত্যেক দল খেলবে ছয়টি করে সিরিজ। যার মধ্যে তিনটি

সিরিজ হবে ঘরের মাঠে এবং তিনটি হবে অ্যাওয়ে সিরিজ। সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে
২০২০ সালের জুনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে লিগ শুরু করবে ভারত। সেই বছরই ১ মে শুরু হবে এই লিগ, চলবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। মোট ১৩টি দল অংশ নেবে এতে। দু'বছরে প্রতিটি দল খেলবে আটটি করে সিরিজ। যার মধ্যে চারটি হবে হোম সিরিজ এবং চারটি হবে অ্যাওয়ে সিরিজ।
এই পাঁচ বছরের মধ্যে হবে দু'টি বিশ্বকাপ(২০১৯, ২০২৩), দু'টি ওয়ার্ল্ড টি২০(২০২০. ২০২১)।

English summary
ICC has the extended Future Tours Program. The time span of the ftp is 2018 to 2023.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X