For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসির পুরস্কার ২০১৮, ট্রফির হ্যাটট্রিকে হল 'বিরাট' ইতিহাস! কী বললেন জোড়া দলের অধিনায়ক

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একসঙ্গে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট খেলোয়াড় এবং বর্ষসেরা ওডিআই খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বিরাট কোহলি ।

  • |
Google Oneindia Bengali News

২০১৮ সালে 'স্য়ার গারফিল্ড সোবার্স ট্রফি', অর্থাত আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন কে? বিরাট কোহলি। এই বছরের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেলেন কে? বিরাট কোহলি। আর ২০১৮ সালের বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের পুরস্কার? এরও উত্তর সেই কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে একসঙ্গে এই তিন পুরষ্কার জিতে আরও এক ইতিহাস গড়লেন ভারত অধিনায়ক।

এখানেই শেষ নয়, সেই সঙ্গে আইসিসির টেস্ট ও একদিনের দুই দলেরই অধিনায়কের সম্মানও পেলেন তিনিই। ২০১৮ সালটা এখনও পর্যন্ত কোহলির কেরিয়ারের সেরা বছর। দুই ধরণের ক্রিকেটেই তিনি আইসিসি ক্রমতালিকায় ১ নম্বরে ছিলেন। টেস্ট ও একদিনের ক্রিকেট দুই সংস্করণেই তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারীও। এছাড়া ১০টি টি২০আই খেলে ২১১ রান করেন।

স্য়ার গারফিল্ড সোবার্স ট্রফি

স্য়ার গারফিল্ড সোবার্স ট্রফি বা বর্ষসেরা ক্রিকেটার হিসেবে বিরাট ছাড়া কারোর নাম মাথায় আসেনি আইসিসির ভোটিং অ্যাকাডেমির সদস্যদের। এই নিয়ে পর পর দুই বছর সর্বসম্মতিক্রমে ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে তিনি বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন। সব মিলিয়ে এই বছর তিনি ৩৭টি আন্তর্জাতিক ম্যাচে ৪৭ ইনিংসে ২,৭৩৫ রান করেছেন। গড় ৬৮.৩৭। মোচট ১১টি শতরান ও ৯টি অর্ধশতরান পেয়েছেন।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার

টেস্টে তিনি ২০১৮ সালে ১৩ ম্যাচে ৫৫.০৮ গড়ে মোট ১৩২২ রান করেছেন। দক্ষিণ আফ্রিকায় ১টি, ইংল্যান্ডে ২টি, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১টি ও অস্ট্রেলিয়ায় ১টি - মোট ৫টি শতরান করেন। এই প্রথমবার তিনি টেস্টে আইসিসির বিচারে সেরা ক্রিকেটার হলেন। পুরস্কার পাওয়ার দৌড়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার কাগিসো রাবাদা।

বর্ষসেরা ওডিআই ক্রিকেটার

এই নিয়ে পর পর দুই বছর একদিনের ক্রিকেটে আইসিসির বিচারে সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারত অধিনায়ক। ২০১২ সালেও তিনি একবার এই পুরস্কার পেয়েছিলেন। ২০১৮ সালে ১৪টি একদিনের ম্যাচে খেলে বিরাট করেছেন ৬ শতরান-সহ ১২০২ রান। রানের গড় বিস্ময়কর, ১৩৩.৫৫! তাও এশিয়া কাপে তিনি বিশ্রাম নিয়েছিলেন। শুধু তাই নয় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি একদিনের ক্রিকেট ১০০০০ রানের মাইলফলকও টপকে গিয়েছেন ২০১৮-তেই।

বিরাটের প্রতিক্রিয়া

কোহলি জানিয়েছেন সারা বছর পরিশ্রম করার ফসল এই সব পুরস্কার। তিনি জানিয়েছেন একই সঙ্গে দলও ভভাল খেলছে এবং তিনি নিজেও সমান তালে পারফর্ম করতে পারছেন বলেই তিনি বেশি খুশি। তিনি আরও জানান বিশ্বে অনেক ক্রিকেটার এই খেলাটাই খেলছে। তাদের মধ্য থেকে আইসিসি-র মতো গ্লোবাল সংস্থার সম্মান পাওয়া যে কোনও ক্রিকেটারের মতোই তাঁর কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। এই পুরস্কার তাঁকে একই ভাবে ভাল খেলে যেতে উদ্বুদ্ধ করবে। বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

ক্রিকেটের মহান দূত

আইসিসির পুরস্কারের মঞ্চ পুরোটাই প্রায় কোহলি পকেটে পুড়ে নেওয়ার পর, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন জানিয়েছেন, এক অসামান্য় প্রতিভা যোগ্য সম্মান পেয়েছেন। ক্রিকেট বিশেষ করে টেস্ট ক্রিকেট নিয়ে কোহলির আবেগের ভূয়সী প্রশংসা করে তিনি ক্রিকেটের মহান দূত বলে বর্ণনা করেছেন ভারত অধিনায়ককে।

English summary
Virat Kohli became the first player in history to win ICC Cricketer of the Year, Test Player of the Year and the ODI Player of the Year awards together.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X