For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেল চালাচালি নিয়ে বিসিসিআই-আইসিসি দ্বন্দ্বের উত্তাপ বোর্ড মিটিংয়েও! কী প্রতিক্রিয়া সৌরভের

মেল চালাচালি নিয়ে বিসিসিআই-আইসিসি দ্বন্দ্বের উত্তাপ বোর্ড মিটিংয়েও! কী প্রতিক্রিয়া সৌরভের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণ-সূচক আইসিসির বোর্ড মিটিং ১০ জুন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে কর মুকুব ইস্যুতে বিসিসিআই ও আইসিসি-র মধ্যে মেল চালাচালির প্রসঙ্গ উঠতেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কি বললেন, তা জেনে নেওয়া যাক।

বান্ধবগড় ন্যাশনাল পার্ক

বান্ধবগড় ন্যাশনাল পার্ক

মধ্যপ্রদেশের অন্যতম জনপ্রিয় জায়গা হল বান্ধবগড় ন্যাশনাল পার্ক। নভেম্বর থেকে মে মাসের মধ্যে এখানে গেলে সবচেয়ে ভালো ঘুরতে পারবেন। সাফারির সময় আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন।[(ছবি) ভারতের সবচেয়ে রূপসী জলপ্রপাত 'আথিরাপল্লি']

ক্ষুব্ধ আইসিসি

ক্ষুব্ধ আইসিসি

কয়েক দিন আগে আইসিসি এবং বিসিসিআই-এর মধ্যে কড়া ভাষায় মেল চালাচালি হয় বলে সূত্র মারফত জানা যায়। আইসিসি-র তরফ থেকে জানতে চাওয়া হয় যে ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ২০২১ ও ২০২৩ বিশ্বকাপের আয়ের ওপর কর মুকুবের ক্ষেত্রে কী উদ্যোগ নিয়েছে বিসিসিআই? কারণ চুক্তি অনুযায়ী, ভারত সরকারের সঙ্গে আলোচনা করে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দেড় বছর আগেই আইসিসি-কে এই সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দেবে বলে জানিয়েছিল বিসিসিআই।

নাগরহোল ন্যাশনাল পার্ক

নাগরহোল ন্যাশনাল পার্ক

কর্ণাটকে পশ্চিম ঘাট পর্বতমালার পাদদেশে অবস্থিত নাগরহোল ন্যাশনাল পার্ক দক্ষিণ ভারতের অন্যতম সেরা পর্যটনস্থল। অক্টোবর থেকে মে মাসের মধ্যে এলে সবচেয়ে ভালো ঘুরতে পারবেন। সাফারি করানো হয় সকালে ও বিকেলে।[(ছবি) বর্ষাকালে ঘুরতে চাইলে চলে যান কেরলের এই জায়গাগুলিতে]

কী বলেছিল বিসিসিআই

কী বলেছিল বিসিসিআই

আইসিসি-কে তার প্রাপ্য অর্থের হিসেব বুঝিয়ে দেওয়ার সময়সীমা এপ্রিল মাসে শেষ হয়ে গেলেও ১৮ মে পর্যন্ত তা বাড়ানো হয়েছিল। সেই সময়সীমাও অতিক্রম হওয়ার পর আইসিসি-কে ৩০ মে পর্যন্ত অপেক্ষা করতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনা ভাইরাস সহ একাধিক ইস্যু নিয়ে বিচলিত থাকা ভারত সরকারের সঙ্গে তারা এই ইস্যুতে কথা বলার সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। কিন্তু আইসিসি সেই অজুহাত শুনতে না চাওয়ায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। এর জেরে ভারত থেকে ২০২১-র টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

রনথম্বোর ন্যাশনাল পার্ক

রনথম্বোর ন্যাশনাল পার্ক

রাজস্থানে অবস্থিত এই ন্যাশনাল পার্কটিও বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে এখানে গেলে সবচেয়ে ভালো ভ্রমণ করা সম্ভব।[(ছবি) ছবির মতো সুন্দর দক্ষিণ ভারতের এই জায়গাগুলি]

শান্ত বিসিসিআই

শান্ত বিসিসিআই

আইসিসি-র হুমকিতে মোটেই বিচলিত নয় বিসিসিআই। কারণ ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিনিয়ে নেওয়া যে হবে না, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত বলে জানিয়েছেন বোর্ডের কার্যনির্বাহী সচিব অরুণ সিং ধুমল। বরং আইসিসি-র সঙ্গে হাত মিলিয়ে কর সমস্যার সমাধান করা হবে বলেও জানিয়েছেন ধুমল। অন্যদিকে বিসিসিআই-এর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হয়েছে আইসিসি-ও।

পেরিয়ার ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র

পেরিয়ার ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র

কেরলের থেক্কাডিকে এই বন্যপ্রাণ সংরক্ষণ অঞ্চলটি অবস্থিত। পেরিয়ার ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে যেতে হলে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি হল সবচেয়ে ভালো সময়। সকাল সাড়ে ৫টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এখানে জঙ্গল সাফারি করা যায়।[(ছবি) ভারতে এমন আজব সংগ্রহশালা রয়েছে আপনি জানতেন?]

বোর্ড মিটিংয়ে উত্তাপ!

বোর্ড মিটিংয়ে উত্তাপ!

সূত্রের খবর, টেলি কনফারেন্সিংয়ের মাধ্যমে বোর্ড মিটিং চলার সময় কেউ একজন বিসিসিআই ও আইসিসি-র মধ্যে সংঘাতের প্রসঙ্গ উত্থাপন করেন। এরপরেই ওই বৈঠকে উত্তাপ ছড়ায় বলে জানানো হয়েছে। যদিও মিটিংয়ে অংশ নেওয়া বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর কোনও প্রতিক্রিয়া দেননি বলেই খবর।

জিম করবেট ন্যাশনাল পার্ক

জিম করবেট ন্যাশনাল পার্ক

নৈনিতালের জিম করবেট ন্যাশনাল পার্ক দেশের অন্যতম সেরা ও পুরনো ন্যাশনাল পার্ক। নভেম্বর থেকে জুনের মধ্যে এখানে যাওয়াই সবচেয়ে ভালো। এখানকার অসাধারণ জঙ্গলের রূপ আপনাকে মুগ্ধ করবে নিঃসন্দেহে।[(ছবি) বিস্ময়কর 'রামসেতু' নিয়ে অদ্ভুত কয়েকটি তথ্য]

গির অভয়ারণ্য

গির অভয়ারণ্য

গুজরাতের গির অভয়ারণ্য সারা পৃথিবীতে বিখ্যাত সিংহের জন্য। ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এখানে গেলে সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন।[(ছবি) হিমাচলের কয়েকটি অখ্যাত অথচ অপূর্ব ট্যুরিস্ট স্পট]

মুদুমালাই ন্যাশনাল পার্ক

মুদুমালাই ন্যাশনাল পার্ক

দক্ষিণ ভারতের নীলগিরিতে অবস্থিত বন্দিপুর তথা মুদুমালাই ন্যাশনাল পার্কের শোভা এককথায় অসাধারণ। জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রাস্তার দুপাশে বন্যপ্রাণ ঘুরে বেড়াচ্ছে, এ এক অনন্য অভিজ্ঞতা। সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে এখানে যাওয়াই সবচেয়ে ভালো।[(ছবি) ভারতের সেরা 'রোমান্টিক স্পট']

কাজিরাঙা ন্যাশনাল পার্ক

কাজিরাঙা ন্যাশনাল পার্ক

অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক গণ্ডারের জন্য বিখ্যাত হলেও এখানকার জঙ্গল সাফারি সারা ভারতের অন্যতম সেরা। বাংলা থেকে বহু মানুষ প্রতিবছর কাজিরাঙায় গিয়ে জঙ্গল সাফারি করেন। সেই দলে যোগ দিতে পারেন আপনিও।[(ছবি) পৃথিবীর এই জায়গাগুলো সম্পর্কে আপনি জানেন কি?]

English summary
ICC-BCCI clash generate hit in Thrusday's Board meeting on email exchange
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X