For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরবর্তী ক্রিকেটে পাল্টেছে নিয়ম, থুতুর ব্যবহার নিষিদ্ধ কী স্বল্পমেয়াদী, নাকি দীর্ঘমেয়াদী ?

করোনা পরবর্তী ক্রিকেটে পাল্টেছে নিয়ম, থুতুর ব্যবহার নিষিদ্ধ কী স্বল্পমেয়াদী, নাকি দীর্ঘমেয়াদী ?

  • |
Google Oneindia Bengali News

করোনা থাবায় ক্রিকেটের নিয়মে একাধিক পরিবর্তন আসতে চলেছে। যার মধ্যে অন্যতম বলে থুতু বা লালার ব্যবহার নিষিদ্ধ করা। এই নিয়ে ইতিমধ্যে আইসিসি ক্রিকেট কমিটি বৈঠক করেছে। এবার ক্রিকেট কমিটির চেয়ারম্যান কুম্বল থুতুর ব্যবহার নিষিদ্ধ স্বল্পমেয়াদী, নাকি দীর্ঘমেয়াদী নিয়ে নিয়ে অবস্থান জানালেন।

কেন লালার ব্যবহার নিষিদ্ধ করা হবে

কেন লালার ব্যবহার নিষিদ্ধ করা হবে

লালা-থুতু-ঘাম-হাঁচি-কাশির মধ্যে দিয়ে করোনার জীবাণু ছড়ায়। এই কারণেই করোনা পরবর্তী সময় ক্রিকেট শুরু হলে এবার থেকে বলে লালার ব্যবহার তুলে দেওয়ার প্রস্তাব তৈরি হয়েছে।

আইসিসি-র ক্রিকেট কমিটির প্রস্তাব

আইসিসি-র ক্রিকেট কমিটির প্রস্তাব

অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি-র ক্রিকেট কমিটি করোনার পরবর্তী ক্রিকেটে বলে থুতুর ব্যবহার তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা কি সাময়িক নাকি দীর্ঘমেয়াদি হতে চলেছে ক্রিকেট মহলে সেই প্রশ্নে এবার ঘোরাফেরা করছে।

রিভার্স সুইং শিল্প কী ধাক্কা খাবে

রিভার্স সুইং শিল্প কী ধাক্কা খাবে

মাইকেল হোল্ডিং থেকে ওয়াকার ইউনিসের মতো প্রাক্তন বোলাররা অবশ্য মনে করেন, বলে পালিশের লালার ব্যবহার নিষিদ্ধ করে দিলে ক্রিকেট থেকে রিভার্স সুইং শিল্প হারিয়ে যেতে চলেছে। এতে পরবর্তী প্রজন্ম রিভার্স সুইং সম্পর্কে জানবেই না।

কুম্বলে কী জানালেন

কুম্বলে কী জানালেন

কুম্বলে জানিয়েছেন, লালার ব্যবহার তুলে দেওয়ার বিষয়টি এখনও প্রস্তাবনা স্তরে রয়েছে। আইসিসি মান্যতা না দিলে কোনও নিয়মই পরিবর্তন করা সম্ভব নয়। আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য গত সপ্তাহে করোনা পরবর্তী ক্রিকেট শুরুর জন্য ইতিমধ্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি ১৬ পাতার একটি নিয়মাবলী জানিয়েছে।

যতদিন করোনা, ততদিন থুতুর ব্যবহার বন্ধ

যতদিন করোনা, ততদিন থুতুর ব্যবহার বন্ধ

থুতুর ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে অবস্থান পরিষ্কার করে কুম্বলে জানিয়েছেন, 'যতদিন করোনা, ততদিন থুতুর ব্যবহার বন্ধ থাকতে চলেছে।'

কৃত্রিম বস্তুর ব্যবহার নিয়ে কী বললেন অনিল

কৃত্রিম বস্তুর ব্যবহার নিয়ে কী বললেন অনিল

কুম্বলে আরও জানিয়েছেন, 'ক্রিকেটে কৃত্রিম পদার্থ দিয়ে বল পালিশ করার পদ্ধতিকে প্রতারণা হিসেবে দেখা হয়। সবসময়ই আইসিসি এর বিরোধিতা করে এসেছে। হঠাৎ করে এখন ক্রিকেটের এই সংস্কৃতি পাল্টে ফেলা ঠিক হবে কিনা, সেই নিয়ে আলোচনা চলছে।'

English summary
ICC cricket committee chairman Anil Kumble says saliva ban is only an interim measure to to minimise risk of Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X