For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের

বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা করে দিলেন ভারতীয় ক্রিকেটার অম্বাতি রায়ডু। চোট পাওয়া বিজয় শংকরের পরিবর্তে নতুন মুখ মায়াঙ্ক আগারওয়ালকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয় বোর্ড। এরপরই অবসর ঘোষণা রায়ডুর

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা করে দিলেন ভারতীয় ক্রিকেটার অম্বাতি রায়ডু।

বিশ্বকাপে দিন কয়েক আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন বিজয় শংকর। তাঁর পরিবর্ত হিসেবে নতুন মুখ মায়াঙ্ক আগারওয়ালকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড। এরপরই দেশের জার্সিতে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন রায়ডু।

বুধবার অবসর ঘোষণা করে দেন রায়ডু। নিজের অবসর নিয়ে সরকারিভাবে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও মনে করা হচ্ছে, বিশ্বকাপের রিসার্ভ দলে থাকলেও তাঁর ডাক না আসায় ক্ষোভের কারণেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন তিনি।

উল্লেখ্য দেশের জার্সিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন বলে গত বছর প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন রায়ডু। ১৭ বছরের প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ারে ৯৭ ম্যাচে তাঁর ৬০০০ এর বেশি রান রয়েছে।

আজ মহাশিবরাত্রি

আজ মহাশিবরাত্রি

আজ মহাশিবরাত্রি। সারা দেশে মহা ধূমধামের সঙ্গে এই দিনটিকে পালন করা হবে। এই উপলক্ষে হরিদ্বারে ভক্তদের সমাগম হয় চোখে পড়ার মতো।

অতীতে কোহলির চার নম্বরের জন্য প্রথম পছন্দ ছিলেন রায়ডু

অতীতে কোহলির চার নম্বরের জন্য প্রথম পছন্দ ছিলেন রায়ডু

বিশ্বকাপের আগে কোহলির দলে রায়ডুই ছিলেন চার নম্বরে প্রথম পছন্দ। পরবর্তী সময়ে ব্য়াটে সেভাবে রান পাচ্ছিলেন না। এরপর বিশ্বকাপের দল ঘোষণার সময় টিম থেকে বাদ পড়েন। পরিবর্ত অলরাউন্ডার বিজয় শংকরকে তিন ভূমিকায় খেলতে পারার যুক্তি দেখিয়ে রায়ডুর জায়গায় চার নম্বরের জন্য নেওয়া হয়।

দিল্লিতে লাল সতর্কতা

দিল্লিতে লাল সতর্কতা

জঙ্গি নাশকতার আশঙ্কায় রাজধানী দিল্লি জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। সীমান্ত পেরিয়ে দশ জঙ্গিদের একটি দল ভারতে ঢুকেছে বলে পাকিস্তান এনএসএ থেকে গতকালই সতর্ক করার পর এই লাল সতর্কতা জারি হয়েছে।

ধাওয়ান আউট, পন্থ ইন কিন্তু বিজয় আউটেও সুযোগ নেই রায়ডুর

ধাওয়ান আউট, পন্থ ইন কিন্তু বিজয় আউটেও সুযোগ নেই রায়ডুর

বিশ্বকাপে ধাওয়ান ছিটকে যাওয়ার পর, সুযোগ পান পন্থ। এরপর বিজয় ছিটকে গেলেও রিসার্ভ দলে থেকেও জায়গা হল না রায়ডুর। বদলে ডাক পেলেন ডানহাতি মায়াঙ্ক আগারওয়াল।

চিনে কয়লাখনিতে বিস্ফোরণ

চিনে কয়লাখনিতে বিস্ফোরণ

উত্তর-পূর্ব চিনের জিলিন প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণের জেরে অন্তত ১২ জন মারা গিয়েছেন।

আন্তর্জাতিক কেরিয়ার

আন্তর্জাতিক কেরিয়ার

দেশের হয়ে ৫৫ টি ওয়ান ডে ম্যাচ খেলে সংগ্রহ ১৬৯৪ রান। সর্বোচ্চ রান ১২৪। ৩টি শতরান ও ১০টি অর্ধশতরান রয়েছে।

দেশের হয়ে ৬ টি টি-টোয়েন্টিতে সংগ্রহ ৪২ রান।

আইপিএলে ১৪৭ ম্যাচ খেলে সংগ্রহ ৩৩০০ রান। ১টি শতরান ও ১৮টি অর্ধশতরান রয়েছে।

লাল সতর্কতা জারি মুম্বইয়েও

লাল সতর্কতা জারি মুম্বইয়েও

জঙ্গি হামলার আশঙ্কায় লাল সতর্কতা জারি হল মহারাষ্ট্র জুড়ে। এর আগে বারবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে মুম্বই। ফলে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

মহাশিবরাত্রির শুভেচ্ছা মোদীর

মহাশিবরাত্রির শুভেচ্ছা মোদীর

এদিন মহাশিবরাত্রির পূণ্য তিথিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিরাপত্তা নিয়ে বৈঠক রাজনাথের

নিরাপত্তা নিয়ে বৈঠক রাজনাথের

দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আইবি ও র- আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

দায়ী নয় রাজ্য সরকার

দায়ী নয় রাজ্য সরকার

উত্তরপ্রদেশের মুজফফর নগরের দাঙ্গায় রাজ্য সরকারের কোনও খামতি ছিল না। তদন্তে পুলিশের উপরেই দোষ চাপানো হয়েছে।

শিনার হত্যাকারী মিখাইল?

শিনার হত্যাকারী মিখাইল?

শিনাকে মেরেছে মিখাইল। আমি শুধু ওকে বাঁচানোর চেষ্টা করছিলাম। জেলে দেখা হতেই পিটার মুখার্জীকে এমনটাই নাকি জানিয়েছেন মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী।

ছোট শহরেও হামলার আশঙ্কা

ছোট শহরেও হামলার আশঙ্কা

মেট্রো শহরের পরে এবার লখনৌ, ভোপাল, আহমেদাবাদ, জয়পুর, চণ্ডীগড়েও হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বেলেঘাটায় গোডাউনে আগুন

বেলেঘাটায় গোডাউনে আগুন

বেলেঘাটার এক গোডাউনে আগুন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টায় দমকলের ১০টি ইঞ্জিন। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

English summary
icc cricket World Cup 2019: Ambati Rayudu announces retirement from international cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X