For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ই নয়, শেষ তিন বিশ্বকাপেই কামাল দেখিয়েছেন বাঁ-হাতি পেসাররা

ক্রিকেট বিশ্বকাপ শেষ! বাইশ গজে মাঠের লড়াইয়ের বদলে সব চোখ এখন পরিসংখ্যানে। একনজরে দেখে নেওয়া যাক, সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাঁ-হাতি বোলাদের কামাল।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট বিশ্বকাপ শেষ! বাইশ গজে মাঠের লড়াইয় শেষে সব চোখ এখন পরিসংখ্যানে। একনজরে দেখে নেওয়া যাক, সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাঁ-হাতি বোলাদের কামাল।

জরুরী অবতরণ

জরুরী অবতরণ

হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে সমস্যা। কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণ বিমানের। নিরাপদে ১৫৪ জন যাত্রীকে বিমান থেকে বের করে আনা হয়েছে।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সফল বাঁ-হাতি বোলারদের তালিকা

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সফল বাঁ-হাতি বোলারদের তালিকা

১) মিচেল স্টার্ক- ২৭টি উইকেট পেয়েছেন। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন স্টার্ক।

২)মুস্তাফিজুর রহমান- ইংল্যান্ড বিশ্বকাপ ২০টি উইকেট পেয়েছেন

৩) ট্রেন্ট বোল্ট- ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বোল্টের উইকেট সংখ্যা ১৭টি

৪) মহম্মদ আমির- সদ্য সমাপ্ত বিশ্বকাপে ১৭ উইকেট তুলে নিয়েছেন আমির।

৫)শাহিন আফ্রিদি- বিশ্বকাপে পাকিস্তান দলের ওয়ান্ডার কিড! পাকিস্তানের হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে ১৬টি উইকেট পেয়েছেন বাঁ-হাতি এই তরুণ পেসার।

আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে

বড়বাজারের মশলাপট্টিতে আগুম। যন্ত্রাংশ সরবরাহকারী একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। যদিও আগুন এখন নিয়ন্ত্রনেই রয়েছে।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের বেস্ট বোলিং ফিগারে বাঁ-হাতি পেসারদের আধিপত্য

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের বেস্ট বোলিং ফিগারে বাঁ-হাতি পেসারদের আধিপত্য

১) শাহিন আফ্রিদি (৩৫/৬)
২)মিচেল স্টার্ক(২৬/৫)
৩)মহম্মদ আমির (৩০/৫)
৪)বেহারেনড্রফ(৪৪/৫)
৫)মুস্তাফিজুর রহমান(৫৯/৫)

ব্রাসেলসে মোদী

ব্রাসেলসে মোদী

৩ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাতেই বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা দেন মোদী। আজ ব্রাসেলসে যাবেন তিনি। তিন দিনের সফরে রয়েছে বেলজিয়াম, আমেরিকা যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে যাবেন মোদী।

টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি বাঁ-হাতি কোনও পেসার

টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি বাঁ-হাতি কোনও পেসার

২০১৯ বিশ্বকাপ- ২৭ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক
২০১৫ বিশ্বকাপ- ২২টি করে উইকেট নিয়ে বোলারদের মধ্যে যৌথভাবে শীর্ষে শেষ করেছিলেন মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট
২০১১ বিশ্বকাপ- ২১ টি উইকেট নিয়ে ২০১১ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন ভারতীয় বাঁ-হাতি পেসার জাহির খান।

ভারত-পাক বাকযুদ্ধ

ভারত-পাক বাকযুদ্ধ

'অভিযুক্ত ভারতীয় গুপ্তচরের' স্বীকারোক্তি ঘিরে উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক।

প্রকাশ নেতাজির ফাইল

প্রকাশ নেতাজির ফাইল

নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত আরও ৫০ টি গোপন ফাইল প্রকাশ করল সরকার।

নৃশংসতা নাকি দেশদ্রোহীতা

নৃশংসতা নাকি দেশদ্রোহীতা

'জয় মাতা কি' বা 'ভারত মাতা কি জয়' স্লোগান দিতে অস্বীকার করায় ১৮ বছরের মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হল দিল্লিতে।

সেবি, সাহারা আর সুপ্রিম কোর্ট

সেবি, সাহারা আর সুপ্রিম কোর্ট

সেবিকে সাহারা গোষ্ঠীর ৮৬টি সম্পত্তি বিক্রি করে দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত।

রাধে মার বিরুদ্ধে মামলা

রাধে মার বিরুদ্ধে মামলা

ত্রিশূল নিয়ে গত অগাস্টে বিমানে উঠেছিলেন স্বঘোষিত গড ওম্যান রাধে মা। এজন্য তাঁর নামে অস্ত্র আইনে মামলা দায়ের হল।

চোটের কারণে ছিটকে গেলেন যুবরাজ

চোটের কারণে ছিটকে গেলেন যুবরাজ

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শেষ পর্যন্ত সেমি ফাইনাল তথা টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন যুবরাজ সিং। তাঁর জায়গায় দলে এলেন মনীশ পাণ্ডে।

রাজনাথের দাবি

রাজনাথের দাবি

অসমে ক্ষমতায় এলে সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আসা বন্ধ করবেন বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

মাল্যর দাবি

মাল্যর দাবি

নিজের মোট ঋণ রয়েছে ৭ হাজার কোটি টাকা। আগামী সেপ্টেম্বরের মধ্যে ৪ হাজা কোটি তিনি ফেরত দেবেন বলে সুপ্রিম কোর্টে জানালেন বিজয় মাল্য।

প্রথম সেমি ফাইনাল

প্রথম সেমি ফাইনাল

টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। ফলে প্রথম ব্যাট করবে নিউ জিল্যান্ড।

English summary
icc cricket World Cup 2019: Left-arm seamers record in world cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X