For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ সেমিফাইনালে ধোনি কেন সাত নম্বরে? কী জবাব দিলেন শাস্ত্রী

বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর ধোনির ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই প্রশ্নেরই এবার জবাব এল কোহলিদের হেড স্যার শাস্ত্রী

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর ধোনির ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বোল্ট-হেনরিদের সুইংয়ের সামনে ভারতীয় টপ অর্ডার ব্যাটিং ধসের মুখে পরার পরও কেন ধোনিকে আগে পাঠানো হল না, সেই প্রশ্ন তুলেছিলেন মহারাজ। সেই প্রশ্নেরই এবার জবাব এল কোহলিদের হেড স্যার রবি শাস্ত্রীর কাছ থেকে।

দীনেশ পাঁচে, ছয়ে হার্দিক, অথচ ধোনি নামলেন সাতে

দীনেশ পাঁচে, ছয়ে হার্দিক, অথচ ধোনি নামলেন সাতে

কিউয়িদের বিরুদ্ধে রোহিত, বিরাট, রাহুল, তিন ব্যাটসম্যানই সেদিন ১ রান করে আউট হয়েছিলেন। এরপর চারে নেমে ঋষভের সংগ্রহ ৩২ রান। পাঁচে নেমে দীনেশের সংগ্রহ ছয় রান। ৬ নম্বরে নেমে হার্দিক ৩২ রান যোগ করেন। এরপর সাত নম্বরে ধোনিকে পাঠানো হয়েছিল। ৮ নম্বরে এসেছিলেন জাদেজা। প্রসঙ্গ ধোনি-জাড্ডুর শতরান পার্টনারশিপের লড়াইয়ে ভর করে জয়ের অনেক কাছে পৌঁছে গিয়েছিল ভারত। ২৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ পর্যন্ত অবশ্য ১৮ রান দূরে ভারতের ইনিংস থেমে যায়।

ধোনি কেন সাতে? কী ব্যাখ্যা দিলেন শাস্ত্রী

ধোনি কেন সাতে? কী ব্যাখ্যা দিলেন শাস্ত্রী

ধোনিকে সাত নম্বরে পাঠানো নিয়ে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী তার যুক্তি দিয়েছেন। শাস্ত্রী বলেন, 'টিমের সিদ্ধান্ত অনুযায়ী ধোনিকে ফিনিশার হিসেবে ম্যাচে ব্যাবহার করা হয়েছিল। ধোনি উপরের দিকে এসে দ্রুত আউট হয়ে গেলে ভারত আরও আগেই ম্যাচ থেকে হারিয়ে যেতে পারত। ধোনি অঙ্ক কষে ম্যাচ ফিনিশ করে আসতে পারে। সেকারণেই দীনেশ-হার্দিকদের আগে পাঠিয়ে রানের ব্যবধানটা কমানোর পরিকল্পনা ছিল। দুভাগ্যবশত ধোনি রান আউট হয়েছে। ঐ রকম একটা থ্রোয়ে কারুরই কিছু করার থাকে না।'

২০১১ বিশ্বকাপ ফাইনালে যুবিকে বসিয়ে নিজে পাঁচে এসেছিলেন ধোনি, বাকিটা ইতিহাস

২০১১ বিশ্বকাপ ফাইনালে যুবিকে বসিয়ে নিজে পাঁচে এসেছিলেন ধোনি, বাকিটা ইতিহাস

ধোনি নিজে কেন বিরাট-শাস্ত্রী জুটির কাছে আগে ব্যাট করতে আসার প্রস্তাব রাখলেন না, সেই নিয়েও প্রশ্ন উঠছে। অতীতে মাহি নিজে যখন অধিনায়ক ছিলেন, নিজের সিদ্ধান্ত নিজেই নিতেন। ২০১১ বিশ্বকাপ ফাইনালে ক্রাইসিস টাইমে কোচ গ্যারি কাস্টেনের কাছে, যুবিকে বসিয়ে নিজে পাঁচে আসার প্রস্তাব রেখেছিলেন ধোনি। বাকিটা ইতিহাস। ওয়াংখেড়েতে সেদিন পাঁচ নম্বরে ব্যাট করতে এসে ৯১ রানে নট আউট বিশ্বকাপ জিতে মাঠ ছেড়েছিলেন।

English summary
icc cricket world cup 2019 semi final: why Dhoni at No 7 against nz, Ravi Shastri answers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X