For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে আফগানদের ৬২ রানে হারাল বাংলাদেশ

আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়ে নক আউটের দৌড়ে ভেসে রইল বাংলাদেশ। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে বাংলাদেশকে জয় এনে দিলেন শাকিব আল হাসান।

  • |
Google Oneindia Bengali News

আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়ে নক আউটের দৌড়ে ভেসে রইল বাংলাদেশ। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে বাংলাদেশকে জয় এনে দিলেন শাকিব আল হাসান। অলরাউন্ডার হিসাবে ব্যাটে অর্ধশতরান করার পরে বল হাতেও পাঁচ উইকেট তুলে নেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। সবমিলিয়ে বাংলাদেশ ৬২ রানে ম্যাচ জেতে।

আফগানদের ৬২ রানে হারাল বাংলাদেশ

এদিন টসে জিতে প্রথমে বল করে আফগানিস্তান। বাংলাদেশ এদিন শুরুটা খুব একটা ভালো করেননি। লিটন দাস ওপেন করতে নেমে ১৬ রানে ফেরত যান। তবে অপর প্রান্তে তামিম ইকবাল (৩৬) ও শাকিব আল হাসান (৫১) সামলে নেন। শাকিব ফের এক অনবদ্য অর্ধশতরান করেন।

চার নম্বরে নামা মুশফিকুর রহমান অনবদ্য ৮৩ রান করেন। শেষদিকে নেমে মোসাদ্দেক হোসেন ২৪ বলে ঝোড়ো ৩৫ রান করে যান। সবমিলিয়ে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২৬২ রানে ইনিংস শেষ করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি আফগানরা। অধিনায়ক গুলবদিন নায়িব ৪৭ ও রহমত শাহ ২৪ রান করেন। এই দুজন ফিরে গেলে মিডল অর্ডারে কেউ সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় আফগানদের।

শেষদিকে শামিউল্লাহ ৪৯ রান করে অপরাজিত থাকলেও ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। আফগানরা ৪৭ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায়।

English summary
ICC CWC 2019 : Bangladesh beat Afghanistan by 62 runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X