For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে ক্রিকেটে বিশ্বজয় ইংল্যান্ডের

এদিন ফাইনালে নিউজিল্যান্ডকে রুদ্ধশ্বাসভাবে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেলেন ইংল্যান্ড ক্রিকেটাররা।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট স্রষ্টা দেশ। ক্রিকেটের মক্কা বলে পরিচিত সেদেশের একটি স্টেডিয়াম। বিশ্বের সেরা ঘরোয়া ক্রিকেট লিগ হয় সেদেশের মাঠে, অথচ কোনওদিন ইংরেজরা ক্রিকেট বিশ্বকাপ জেতেনি। এই হতাশা যেন কোনওভাবেই লুকোনো যেত না এতদিন। তবে এবার ফের একবার ঘরের মাঠে সুযোগ এসেছিল। এবং তা কাজে লাগাতে ভুল করেননি ইয়ন মর্গ্যানের ছেলেরা। এদিন ফাইনালে নিউজিল্যান্ডকে রুদ্ধশ্বাসভাবে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেলেন ইংল্যান্ড ক্রিকেটাররা।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে ক্রিকেটে বিশ্বজয় ইংল্যান্ডের

এদিন প্রথমে ৫০ ওভার করে খেলা হওয়ার পরে ম্যাচ টাই হয়। তারপরে সুপার ওভারও টাই হয়। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৪১ রান তোলে। জবাবে ইংল্যান্ড একই রানে অলআউট হয়ে যায়।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে ইংরেজরা ৬ বলে ১৫ রান তোলে। তাতে ছিল ২টি বাউন্ডারি। ১৬ রান তাড়া করতে নেমে কিউয়িরাও থামে ১৫ রানে। তবে মাত্র একটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিল নিউজিল্যান্ড। ফলে যাঁরা বেশি বাউন্ডারি হাঁকাবে ম্যাচ তাঁদের পক্ষে যাবে যদি সুপার ওভার টাই হয়। ফলে সেই নিয়মে ইংল্যান্ড জয়ী হয়েছে।

এদিন টসে জিতে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথমে ব্যাট করেন। ওপেনার হেনরি নিকোলস ৫৫ রানের ইনিংস খেলেন। অপর ওপেনার মার্টিন গাপটিল ভালো শুরু করেও ১৯ রানে ফেরেন। তিন নম্বরে নামা অধিনায়ক উইলিয়ামসন করেন ৩০ রান। টম ল্যাথম করেন ৪৭ রান। সবমিলিয়ে ৮ উইকেটে ২৪১ রানের মোটামুটি ভদ্রস্থ স্কোর খাড়া করে নিউজিল্যান্ড।

জবাবে রান তাড়া করে জেতা বিশ্বকাপ ফাইনালে কোনওদিনই সহজ নয়। তা সে যতই ছোট টার্গেট হোক না কেন। ইংল্যান্ডও শুরুটা ভালো করলেও মিডল অর্ডারে হোঁচট খায়। শুরুতে ১৭ রানে জেসন রয় ও জনি বেয়ারস্টো ৩৬ রানে ফিরলে তিন নম্বরে নামা রুট ৭ ও চার নম্বরে নামা ইয়ন মর্গ্যান করেন ৯ রান।

তবে পঞ্চম ব্যাটসম্যান হিসাবে ক্রিজে নামা বেন স্টোকস অনবদ্য ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে যান। তাঁকে যোগ্য সঙ্গত দেন ৫৯ রান করা জস বাটলার। এই দুজনের সৌজন্যেই ইংল্যান্ড শেষদিকে মাথা ঠান্ডা রেখে সুপার ওভারে ভালো ব্যাটিং করে কাপ ঘরে তুলল।

এছাড়া বোলিংয়ে আলাদা করে বলতেই হবে সুপার ওভার বল করতে আসা জোফ্রা আর্চারের কথা। একটি ছক্কা খাওয়ার পরও তিনি মাথা ঠান্ডা রেখে দলকে জিতিয়ে ফিরেছেন। সবমিলিয়ে ১৯৯২ সালের পর ফের ফাইনালে উঠে প্রথমবার বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড।

English summary
ICC CWC 2019 : England beat New Zealand and lift world cup for the first time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X