For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাজ 'বলিদান' দিতে মাঠে নামতে হবে ধোনিকে, বিসিসিআইকে পরিষ্কার জানিয়ে দিল আইসিসি

মহেন্দ্র সিং ধোনি গ্লাভসে বলিদান ব্যাজ লাগিয়ে খেলতে পারবেন কিনা তাই নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কাছে আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

  • |
Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনি গ্লাভসে বলিদান ব্যাজ লাগিয়ে খেলতে পারবেন কিনা তাই নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কাছে আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এদিন আইসিসি জানিয়ে দিয়েছে ধোনিকে এই ব্যাজ লাগিয়ে খেলার অনুমতি তাঁরা বিশ্বকাপে দেবে না।

ধোনিকে ব্যাজ লাগিয়ে খেলতে গেবে না, বিসিসিআইকে পরিষ্কার জানিয়ে দিল আইসিসি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচে গ্লাভসে এই ব্যাচ লাগিয়ে ধোনিকে খেলতে দেখা গিয়েছে। যা নিয়ে ক্রিকেট বিশ্ব উত্তাল। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চাইছেন ধোনি গ্লাভসে এই ব্যাজ লাগিয়ে খেলুন। তবে আইসিসি সটান তাতে না বলে দিয়েছে। এখন ক্রিকেটপ্রেমীরা যে নিঃসন্দেহে এই সিদ্ধান্তে হতাশ হবেন তা বলাই যায়।

এদিন সারাদিন ধোনির গ্লাভস বিতর্কে ভারতীয় বোর্ডের সঙ্গে আইসিসির ঠান্ডা লড়াই চলেছে। বিসিসিআই শেষ অবধি অনুরোধ করলেও আইসিসি তাতে সাড়া দেয়নি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড যে ধোনির সঙ্গে রয়েছে তা ক্রিকেট প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই জানিয়ে দিয়েছেন।

বিসিসিআই আইসিসিকে অনুরোধের সময় জানিয়েছিল যে এই ব্যাচটি কোন ধর্মীয় ভাবাবেগ বা আর্থিক পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত নয়। তা সত্ত্বেও আইসিসি ধোনির গ্লাভসে ব্যাজ লাগিয়ে খেলতে দেবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে।

English summary
ICC denies MS Dhoni permission to sport Balidaan Badge on his gloves in World Cup 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X