For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: বুমরাহের উত্থান, বিরাটের পতন! কিন্তু কেন?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শেষে জসপ্রীত বুমরাহের উত্থান, বিরাট কোহলির পতন! চমকাবেন না, সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শেষ নতুন টেস্ট ব়্যাঙ্কিংয়ে এমনটাই ঘটেছে।

  • |
Google Oneindia Bengali News

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শেষে জসপ্রীত বুমরাহের উত্থান, বিরাট কোহলির পতন! চমকাবেন না, সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শেষ নতুন টেস্ট ব়্যাঙ্কিংয়ে এমনটাই ঘটেছে।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-

জসপ্রীত বুমরাহের উত্থান

দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১৩টি উইকেট নেওয়ার পর আইসিসির টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন বুমরাহ। ৭ নম্বর থেকে ৩ নম্বরে উঠে এলেন জসপ্রীত। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিক সহ ৬টি উইকেট নিয়েছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ১ উইকেট। এটাই বুমরাহের কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং।

বিরাট কোহলির পতন

বিরাট কোহলির পতন

স্টিভ স্মিথের কাছে সিংহাসন খোয়াতে হল বিরাট কোহলিকে! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে নতুন প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ নামলেন বিরাট কোহলি। অন্যদিকে শীর্ষে উঠে এলেন স্টিভ স্মিথ। ৯০৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে উঠে এসেছেন স্মিথ। ৯০৩ পয়েন্টে নিয়ে দুই নম্বরে বিরাট।

শীর্ষস্থান ফিরে পেলেন স্মিথ

বল বিকৃতি কাণ্ডের পর এক বছরের নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরে এজবাস্টন টেস্টে ১৪৪ ও ১৪২ রান করেন স্মিথ। এরপর লর্ডস টেস্টে সংগ্রহ ৯২ রান। চোটের কারণে অবশ্য লর্ডসে দ্বিতীয় ইনিংস ও হেডিংলে টেস্টে খেলতে পারেননি। বুধবার চতুর্থ টেস্টে মাঠে ফিরছেন। তার আগে ব়্যাঙ্কিংয়ে উন্নতি করে ১ নম্বরে উঠে এলেন স্মিথ। ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের অগাস্ট পর্যন্ত বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান ছিলেন স্মিথ। এরপর বল বিৃকতি কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন।

একনজরে টেস্ট বোলারদের ব়্যাঙ্কিং

১) প্যাট কামিন্স- ৯০৮ রেটিং পয়েন্ট
২) কাগিসো রাবাদা- ৮৫১ রেটিং পয়েন্ট
৩) জসপ্রীত বুমরাহ- ৮৩৫ রেটিং পয়েন্ট

একনজরে টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিং

১) স্টিভ স্মিথ-৯০৪ রেটিং পয়েন্ট
২) বিরাট কোহলি- ৯০৩ রেটিং পয়েন্ট
৩) কেন উইলিয়ামসন- ৮৭৮ রেটিং পয়েন্ট

English summary
ICC Test rankings: Jasprit Bumrah rises no 3, Steve Smith reclaims No.1 from virat kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X