For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দশে ঢুকে পড়লেন মায়াঙ্ক,পিঙ্ক বলে সেঞ্চুরির পুরস্কার পেলেন বিরাট, প্রথম পাঁচে ভারতের তিন ব্যাটসম্যান

পিঙ্ক বলে টেস্টে সেঞ্চুরি হাঁকানোয় আইসিসি'র টেস্ট ব়্যাঙ্কিংয়ে লাভবান হলেন বিরাট।

  • |
Google Oneindia Bengali News

পিঙ্ক বলে টেস্টে সেঞ্চুরি হাঁকানোয় আইসিসি'র টেস্ট ব়্যাঙ্কিংয়ে লাভবান হলেন বিরাট। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে ইন্দোর টেস্টে দ্বিশতরান হাঁকানোর পর এবার ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়লেন মায়াঙ্ক আগারওয়াল।

পিঙ্ক টেস্টে সেঞ্চুরিতে রেটিংয়ে উন্নতি বিরাটের

পিঙ্ক টেস্টে সেঞ্চুরিতে রেটিংয়ে উন্নতি বিরাটের

ইডেনে পিঙ্ক বল টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলেন বিরাট। যার সুবাদে রেটিং পয়েন্টে এগোলেন বিরাট। ক্রমতালিকায় ২ নম্বর স্থান ধরে রেখেছেন বিরাট। এক নম্বরে রয়েছেন স্টিভ স্মিথ। স্মিথের রেটিং পয়েন্টে ৯৩১। সেখানে পিঙ্ক বল টেস্ট শতরান হাঁকানোর পর রেটিং পয়েন্টে উন্নতি করে বিরাটের সংগ্রহ এখন ৯২৮। অর্থাৎ স্মিথের সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৩।

প্রথম দশে ঢুকে পড়লেন মায়াঙ্ক আগারওয়াল

প্রথম দশে ঢুকে পড়লেন মায়াঙ্ক আগারওয়াল

অন্যদিকে টেস্ট জার্সিতে ক্রমেই ভারতীয় দলকে ভরসা দিচ্ছেন মায়াঙ্ক আগারওয়াল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজ্যাক টেস্টে দ্বিশতরান করার পর বাংলাদেশের বিরুদ্ধে ইন্দোর টেস্টে দ্বিশতরান করেন। ব্যাটে দুরন্ত ফর্মে থাকায় টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে ১০ নম্বরে উঠে এলেন মায়ঙ্ক। ইংল্যান্ড অধিনায়ক রো রুটেরও আগে রয়েছেন মায়াঙ্ক। ক্রমতালিকায় ১১ নম্বরে রয়েছেন জো রুট।

ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে ভারতীয় চার ব্যাটসম্যান

১) স্টিভ স্মিথ ২)বিরাট কোহলি ৩) কেন উইলিয়ামসন ৪) চেতেশ্বর পূজারা ৫) অজিঙ্ক রাহানে৬) হেনরি নিকহোলস ৭) দীমুথ করুণারত্নে ৮) টম ল্যাথাম ৯) বেন স্টোকস ১০) মায়াঙ্ক আগারওয়াল।

বোলারদের ব়্যাঙ্কিং

বোলারদের ব়্যাঙ্কিং

অন্যদিকে চোটের কারণে এই মুহূর্তে বাইশ গজে নেই জসপ্রীত বুমরাহ। ব়্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে ৫ নম্বরে নামলেন আর রবিচন্দ্রন অশ্বিন একধাপ উপরে উঠে ৯ নম্বরে এলেন।

English summary
ICC Test rankings: Virat Kohli cuts down gap with No. 1-ranked Smith, Mayank Agarwal in top 10
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X