For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় ২২ গজে তালাচাবি, ক্রিকেটারদের আয় বন্ধকে টার্গেট করে ম্যাচ-ফিক্সিংয়ের ফাঁদ! সতর্ক করল আইসিসি

করোনায় ২২ গজে তালাচাবি, ক্রিকেটারদের আয় বন্ধকে টার্গেট করে ম্যাচ-ফিক্সিংয়ের ফাঁদ! সতর্ক করল আইসিসি

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের কারণে বন্ধ ক্রিকেট। বাইশ গজে কবে বল গড়াবে তার কোনও স্থিরতা নেই। সংক্রমিত ভাইরাস মোকাবিলায় লড়াই চালাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে ভারতে এখন ৩ মে পর্যন্ত লকডাউন, সেই লকডাউন আরও দীর্ঘায়িত হতে পারে। করোনার কারণে বাইশ গজে এখন তালাচাবি ঝুলছে। যা আগামী কয়েক মাসে আরও দীর্ঘায়িত হতে পারে।

ম্যাচ ফিক্সিংয়ের ফাঁদ থেকে সতর্ক করল আইসিসি

ম্যাচ ফিক্সিংয়ের ফাঁদ থেকে সতর্ক করল আইসিসি

করোনার কারণে দীর্ঘ সময় ধরে ক্রিকেট বন্ধ থাকায়, এর মাঝে ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিংয়ে ফাঁদে ফেলতে পারে বুকিরা। সেই কারণেই এই লকডাউনের সময় ক্রিকেটারদের আরও বেশি সাবাধান থাকার পরামর্শ দিল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি'র দুর্নীতি দমন শাখা ম্যাচ-ফিক্সিংয়ের সঙ্গে জড়়িতদের থেকে ক্রিকেটারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাঁদে ফেলতে পারে বুকিরা

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাঁদে ফেলতে পারে বুকিরা

আজকের সোশ্যাল মিডিয়ায় বৈপ্লবিক উত্থানের যুগে ক্রিকেটাররা সর্বক্ষণ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপে নিয়মিত যাতাযাত করেন। এই সাইবার জালের মধ্যে দিয়েই ক্রিকেটারদের সঙ্গে লুকিয়ে যোগাযোগ করতে পারে বুকিরা। সেই যোগাযোগ থেকেই ক্রমে ক্রিকেট দুনীর্তি নিয়ে প্রস্তাব আসতে পারে বলে ক্রিকেটারদের সাবধান থাকতে বলা হয়েছে।

আইসিসি'র মত

আইসিসি'র মত

আইসিসি'র দুর্নীতি-দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল বলেছেন, 'লকডাউনে ক্রিকেট পুরোপুরি বন্ধ। এই সময়টাকেই বুকিরা কাজে লাগাতে চাইবে। সম্পর্ক স্থাপন, বন্ধুত্ব তৈরি করে বিপদ ঘটাবে। ক্রিকেটাররা এখন সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে অনেক বেশি অ্যাকটিভ সেকারণেই এই লকডাউনে অপরিচিত কারুর থেকে ক্রিকেট সংক্রান্ত কোনও প্রস্তাব এলে সঙ্গে সঙ্গে তা আইসিসি'র দুনীর্তিদমন শাখাকে জানানো উচিত। এই লকডাউনে ক্রিকেট বন্ধ থাকার কারণে দুর্নীতির বাজারেও মন্দা যাচ্ছে।অন্যদিকে ক্রিকেটারদের আয় বন্ধ। অনেক ক্রিকেট বোর্ড বেতনে কাটছাঁট করছে। এই পরিস্থিতির সুযোগ নিয়েই বুকিরা প্রস্তাব দেবে। তাই তারা ক্রিকেট চালু হলেই ফের দুর্নীতি ঘটানোর জন্য বুকি ফাঁদ পেতে রয়েছে। বিপদ সম্পর্ক ক্রিকেটারদের সচেতন থাকতে হবে।'

শাকিবের কেস

শাকিবের কেস

শেষবার বুকিদের সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করার জন্য বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসানকে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করেছে আইসিসি।

বিমা সংস্থার করোনায় 'না', আইপিএল নিয়ে বড়সড় ক্ষতির মুখে বিসিসিআইবিমা সংস্থার করোনায় 'না', আইপিএল নিয়ে বড়সড় ক্ষতির মুখে বিসিসিআই

English summary
ICC Warns Cricketers to Be aware Of fixers despite Corona lockdown time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X