For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ ২০২০-র সেরা একাদশ ক্রিকেটার কে?ভারত থেকে কারা রয়েছেন?

মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ ২০২০-র সেরা একাদশ ক্রিকেটার কে?ভারত থেকে কারা রয়েছেন?

  • |
Google Oneindia Bengali News

শেষ হল মেয়েদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। ভারতকে হারিয়ে পঞ্চমবারের জন্য মেয়েদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতকে ৮৫ রান হাঁকিয়ে পঞ্চমবার বিশ্বকাপ ট্রফির তাজ মাথায় চাপাল অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল। টুর্নামেন্টে গ্রুপ পর্বে দারুণ খেললেও ফাইনালে পৌঁছে নার্ভ ফেল করার ডুবল ভারত। এই নিয়ে ২০১৭ সালে পঞ্চাশ ওভারের মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ ও ২০২০ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে হারল ভারত।

একনজরে বিশ্বকাপের সেরা একাদশ ক্রিকেটার কারা

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সেরা একাদশ ক্রিকেটারের তালিকায় অস্ট্রেলিয়া থেকে পাঁচ ক্রিকেটার রয়েছেন। অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্য়ালিসা হিলি, বেথ মুনি রয়েছেন। ফাইনালের নায়ক অ্যালিসা হিলি। ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে হিলি ৭৫ রান করেন। অন্যদিকে বেথ মুনি ৭৮ রানে অপরাজিত থেকে দলকে ১৮৪ রানে পৌঁছে দেন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন মুনি(৬ ম্যাচে ২৫৯ রান) ।

অজি অধিনায়ক থেকে শুরু করে আরও দুই ক্রিকেটার

অজি অধিনায়ক মেগ ল্যানিং এই নিয়ে দ্বিতীয়বার দলকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন করলেন। ২০১৮ সালের পর এবার ২০২০ সালে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করলেন ল্যানিং। এছাড়া পেসার মেগান স্টাট, যিনি এবছার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। তিনিও বিশ্বকাপের সেরা একাদশের তালিকায় রয়েছেন। টুর্নামেন্টে মোট ১৩টি উইকেট নিয়েছেন ডানহাতি। এছাড়া অস্ট্রেলিয়া থেকে আরও এক ক্রিকেটার জেস জোনাসেন বিশ্বকাপের সেরা একাদশ ক্রিকেটারের তালিকায় রয়েছেন।

ভারত থেকে এই তালিকায় কে?

ভারত থেকে একমাত্র পুনম যাদব এই তালিকায় রয়েছেন। ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে পুনম যাদব ৫ ম্যাচে ১০ টি উইকেট নিয়েছেন।

একনজরে ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সেরা একাদশ কারা দেখে নিন

অ্যালিসা হিলি(অস্ট্রেলিয়া, ২৩৬ রান), বেথ মুনি(২৫৯ রান), ন্যাট স্কিভার(ইংল্যান্ড ২০২ রান) , হেদার নাইট (ইংল্যান্ড, ১৯৩ রান), মেগ ল্যানিং(অস্ট্রেলিয়ান অধিনায়ক ১৩২ রান), লরা উলভার্ট(দক্ষিণ আফ্রিকা ৯৪ রান), জেস জোনাসেন (অস্ট্রেলিয়া ১০ উইকেট), সোফি একেলস্টোন(ইংল্যান্ড, ৮ উইকেট), অ্যানিয়া স্ট্রাবসোলে(ইংল্যান্ড,৮ উইকেট), মেগান স্টাট(অস্ট্রেলিয়া ১৩ উইকেট) ,পুনম যাদব(১০ উইকেট), শাফালি ভর্মা( ১৬৩ রান, দ্বাদশ ক্রিকেটার)

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার থেকে ঠিক কোথায় পিছিয়ে রইলেন ভারতীয় মহিলারা?টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার থেকে ঠিক কোথায় পিছিয়ে রইলেন ভারতীয় মহিলারা?

English summary
ICC women's T20 WC XI of tournament announced:Poonam Yadav lone Indian in list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X