For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মান্ধানা কি মহিলা দলের কোহলি - ওডিআই-এর পর টি২০আই-তেও এসে গেলেন সেরা হওয়ার দৌড়ে

রবিবার প্রকাশিত আইসিসি টি২০আই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে প্রথম তিনে ঢুকে পড়লেন ভারত মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানা।

Google Oneindia Bengali News

টেস্ট, একদিনের ম্য়াচ - সব ফর্ম্যাটেই আইসিসি র‌্যাঙ্কিং-এ সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এবার মহিলা ক্রিকেটে সেই দিকেই এগোচ্ছেন ভারত মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানা। মহিলা ওডিআই-তে তিনিই সেরা ব্য়াটার। এবার আইসিসি টি২০আই ব্য়াটিং র‌্যাঙ্কিং-এও তিনি সেরা দৌড়ে ঢুকে পড়লেন। রবিবার প্রকাশিত তালিকায় তিনি ৩ নম্বরে রয়েছেন।

স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা

দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে ভারতীয়দের পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। মান্ধানা নিজেও সেভাবে খেলতে না পারলেও ৩ ম্যাচে ৭২ রান করে ভারতীয়দের মধ্যে তিনিই সর্বোচ্চ রান করেন। আর এরপরই আইসিসি টি২০ র‌্যাঙ্কিং-এ তৃতীয় স্থান পেলেন তিনি।

জেমাইমা রড্রিগেজ

জেমাইমা রড্রিগেজ

টি২০ সিরিজটা মোটেই ভাল যায়নি ভারতের আরেক তরুণ প্রতিভা জেমাইমা রড্রিগেজের। ৩ ম্য়াচে রান পান মাত্র ১৫। যার ফলে ব্য়াটসম্যানদের তালিকায় তিনি দ্বিতীয় স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছেন।

দুই ধাপ পিছিয়ে নবম স্থান পেয়েছেন চোটের জন্য সিরিজে না খেলা ভারত মহিলার টি২০ অধিনায়িকা হরমনপ্রিত কৌর।

বোলাররা

বোলাররা

বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন পুনম যাদব। দারুণ উন্নতি করেছেন রাধা যাদব। ৫ ধাপ উঠে তিনি পঞ্চম স্থানে উঠে এসেছেন। তবে খারাপ পারফরম্যান্সের জন্য অনেকটা নেমে গিয়েছেন দীপ্তি শর্মা। ১০ ধাপ পিছিয়ে তিনি রয়েছেন ২৪তম স্থানে।

English summary
India women opener Smriti Mandhana broke into the top three of the ICC Women T20I batting rankings, released on Sunday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X