For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং, দল হারলেও দারুণ উন্নতি জেমাইমা-স্মৃতির - এগোলেন স্পিনাররাও

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) আইসিসি মহিলা টি২০ র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দারুণ উন্নতি করলেন জেমাইমা রড্রিগেজ এবং স্মৃতি মান্ধানা।

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্য়ান্ড মহিলা দলের বিরুদ্ধে টি২০আই সিরিজে ভারত মহিলা দল তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে। এই হারের জন্য মূলত দায়ী ভারতের মিডল অর্ডারের ব্যর্থতা। তিনটি ম্যাচেই টপ অর্ডার রান পেলেও, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতের মিডল অর্ডার।

এই সিরিজেই অভিষেক হওয়া ওপেনার প্রিয়া পুনিয়া রান না পেলেও ৩ ম্যাচেই রান পেয়েছেন অপর ওপেনার স্মৃতি মান্ধানা ও অষ্টাদশী তিন নম্বর ব্যাটসওম্যান জেমাইমা রড্রিগেজ। ৩ ম্যাচে তাঁরা যথাক্রমে ১৮০ ও ১৩২ রান করেছেন। ভাল খেলেছেন ভারতীয় স্পিনাররাও।

এর প্রভাব দেখা গেল আইসিসির সাম্প্রতিক টি২০আই র‌্যাঙ্কিংয়ে। অনেকটাই এগোলেন স্মৃতি ও জেমাইমা। সদ্য সমাপ্ত পাকিস্তান মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা সিরিজও বেশ কিছু অদলবদল ঘটালো ক্রমতালিকায়।

জেমাইমা রড্রিগেজ

জেমাইমা রড্রিগেজ

সিরিজ শুরুর আগে টি২০আই ব্যাটসওম্যানদের তালিকায় জেমাইমা ছিলেন ৬ নম্বরে। ধারাবাহিক পারফরম্যান্সের জোরে তিনি উঠে এসেছেন তালিকায় দ্বিতীয় স্থানে।

স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা

গত সপ্তাহেই আইসিসির ওডিআই ব্যাটসওম্যানদের তালিকায় মান্ধানা শীর্ষস্থান দখল করেছিলেন। টি২০ সিরিজেও তিনি দুটি অর্ধশতরান করেছেন। ফলে জেমাইমার মতোই ৪ ধাপ এগিয়েছেন তিনি। আপাতত ১০ থেকে উঠে তালিকায় ৬ নম্বরে আছেন তিনি।

ভারতীয় স্পিনাররা

ভারতীয় স্পিনাররা

কিউইদের বিরুদ্ধে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়ে ১৮ ধাপ উঠে রাধা যাদব আছেন দশম স্থানে। আর দীপ্তি শর্মা ৫ ধাপ এগিয়ে আছেন ১৪তম স্থানে।

কিউইরা এখন ২ নম্বরে

কিউইরা এখন ২ নম্বরে

ভারতকে ৩-০ ফলে পর্যুদস্ত করে দলগত তালিকায় ২ নম্বরে উঠে এল নিউজিল্যান্ড। ৩ নম্বরে নেমে গেল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া রইল ১ নম্বরেই। আর ৪ ও ৫-এ রয়েছে যথাক্রমে ওয়েস্টইন্ডিজ ও ভারত।

এগোলেন সোফিয়া, ডট্টিন

এগোলেন সোফিয়া, ডট্টিন

নিউজিল্যান্ডের পক্ষে ৩ ম্যাচে ১৫৩ রান করা সোফিয়া ডিভাইন ১১তম স্থান থেকে উঠে এলেন অষ্টম স্থানে। আর অধিনায়িকা অ্যামি স্যাটারওয়েট ২৩তম স্থান থেকে এগিয়ে এখন আছেন ১৭তম স্থানে। হোলারদের মধ্যে তাহুহু ৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে আছেন। অন্যদিকে পাকিস্তান সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সের জোরে ওয়েস্টইন্ডিজের অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডট্টিন এক নম্বর অলরাউন্ডার হয়েছেন।

English summary
Jemimah Rodrigues and Smriti Mandhana on Tuesday (12 Feb) have made impressive gains among batters in the ICC Women T20 rankings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X