For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে বিজয় শঙ্করই 'আস্তিনের লুকনো তাস' - আইপিএল উত্তর খুঁজছেন নির্বাচকরা

ভারতীয় টিম ম্যানেজমেন্ট যদি আসন্ন বিশ্বকাপে 'নাম্বার ফোর' স্থানে বিজয় শঙ্কর-কে খেলায় তাহলে তিনি 'আস্তিনের লুকনো তাস' হয়ে উঠতে পারেন।
 

Google Oneindia Bengali News

প্রত্যেক বিশ্বকাপেই দেখা যায় প্রতিটি দলই কিছু কৌশল শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রেখে দেয়। শেষ মুহূর্তে আস্তিনের লুকনো সেই তাস ফেলে বাজিমাত করার চেষ্টা করে। ২০০৩ বিশ্বকাপে যেমন শেষ মুহূর্তে লক্ষ্মণকে বা দিয়ে স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলানো হয় দীনেশ মোঙ্গিয়াকে। এই বছর সেই রকমই শেষ মুহূর্তের চমক হয়ে উঠতে পারেন বিজয় শঙ্কর।

ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট এরকমটাই ভাবছে বলে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে দলের এক সূত্র। তবে নিচের দিকে নয়, ব্য়াটিং অর্ডারের ধাঁধা 'নাম্বার ফোর'-এর জায়গাতেই তাকে খেলানোর চিন্তা ভাবনা চলছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে হার্দিকের সঙ্গে তাঁকে খেলালে একদিকে ব্যাটিং গভীরতাও বাড়বে, আর পঞ্চম বোলারের কাজটা হার্দিক, কেদার ও শঙ্কর ভাগাভাগি ভাবে করে নিতে পারবেন।

বিজয় শঙ্করের পক্ষে

বিজয় শঙ্করের পক্ষে

জানা গিয়েছে দল চাপের মুখে বিজয় শঙ্করের মানসিকতায় মুগ্ধ। তাঁর পক্ষে আরও রয়েছে একই সঙ্গে তাঁর পাওয়ার হিটিং ও প্রান্ত বদলে খেলার ক্ষমতা, যা একজন মিডল অর্ডার ব্য়াটসম্য়ানের পক্ষে আদর্শ। সেই সঙ্গে নিউজিল্যান্ডে তিনি দেখিয়ে দিয়েছেন ভাল মানের সুইং ও জোরে বোলিং-এর বিরুদ্ধেও তিনি স্বচ্ছন্দ।

বিজয় শঙ্করের বিপক্ষে

বিজয় শঙ্করের বিপক্ষে

বিজয় শঙ্করের বিপক্ষে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অনভিজ্ঞতা। মাত্র ৯টি একদিনের ম্য়াচ খেলা শঙ্করকে বিশ্বকাপ খেলতে নামিয়ে দেওয়াটা ঝুঁকির হয়ে যাবে কিনা সেটাই ভাবাচ্ছে দলকে।

রায়ডুর পতন

রায়ডুর পতন

দীর্ঘদিন ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের আস্থা ধরে রাখতে পেরেছিলেন আম্বাতি রায়ডু। কিন্তু ওয়েলিংটনে ৯০ রানের ইনিংস খেলার পরও তাঁকে নিয়ে দলের খচখচানি থামাতে পারেননি তিনি। মিডিয়াম পেসের থেকে বেশি গতির বলের বিরুদ্ধে ও সুইং-এর বিরুদ্ধে তিনি বেশ দুর্বল এমনটাই মনে করছে দল।

বিকল্প ভাবনা

বিকল্প ভাবনা

কোহলি জানিয়ে দিয়েছেন, দলের একটি জায়গা পরিস্থিতি অনুযায়ী অদলবদল করা হতে পারে। সূত্রের খবর 'নাম্বার ফোর'-এর কথাই বলেছেন ভারত অধিনায়ক। রায়ডু, বিজয় কেউই যদি না খেলেন, সেক্ষেত্রে বিকল্প হিসেবে ভারতের ভাবনা রয়েছে কোহলিকে ৪ নম্বরে খেলিয়ে, কেএল রাহুল-কে তিনে খেলানোর।

English summary
Vijay Shankar could well be the 'joker in the pack' if the Indian team management decides to try him at the tricky number four position in the upcoming World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X