For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ: ভারতের জয় আরও মধুর হবে যদি সঙ্গী হয় #CupOfJoy

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২০ ফেব্রুয়ারি : শুরু হয়ে গিয়েছে বিশ্বযুদ্ধ। এযুদ্ধ ক্রিকেটের। বিশ্বের একাধিক দেশ বিশ্বকাপ খেতাব পেতে মাঠের লড়াইয়ে নামে। কয়েক সপ্তাহের উত্তেজনা, উৎসাহের শেষে যখন একটি দল বিশ্বকাপ হাতে তোলে, সে মুহূর্তটা অবশ্যই গর্বের। এমন সুখকর অনুভূতি জীবনে খুব কমই আসে।

ভারতের মতো দেশে শুধু মাত্র ১১ জন খেলোয়াড় মাঠে খেলে না। কোটি কোটি মানুষ, টিভিপ সামনে বসে, বা রেডিও কানে গুঁজে খেলার সঙ্গে একাত্ম হয়ে যায়। ভারতের কাছে ক্রিকেটটা শুধু খেলার চেয়ে অনেক বেশি কিছু।

বিশ্বকাপ: ভারতের জয় আরও মধুর হবে যদি সঙ্গী হয় #CupOfJoy

ক্রিকেটের সেই শক্তি রয়েছে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই এক করার। ক্রিকেট দূরত্ব ঘোচাতে পারে। সমাজের জন্য ভাল কিছু করার সামর্থ আছে ক্রিকেটের। আর সেই কারনেই আমরা শুরু করেছি একটি প্রচার শিবির #CupOfJoy

রং দে একটি অমুনাফাজনক সংস্থা। সমাজের যে সমস্ত মানুষ সামর্থের মধ্যে থেকে ঋণ নিতে পারেন না তাদের জন্য এই সংস্থা ঋণ দেয় তাদের সামর্থের মধ্যেই।

রং দে #CupOfJoy এই প্রচার বেশ অনবদ্য। এই প্রচারের মাধ্যমে ক্রিকেটের রং প্রভাব ফেলেছে সাধারণ মানুষেরই উপর। ম্যাচ শুরুর আগে http://rangde.org/cupofjoy সাইটে গিয়ে শুরু নিজের পছন্দের দল বা খেলোয়াড়ের জন্য অঙ্গীকার নিতে হবে। এই অঙ্গীকারটি যতদূর সম্ভব সৃজনশীল করাটা জরুরি।

ধরুন আপনি যদি বিরাট কোহলির ভক্ত হন, তাহলে আপনাপর অঙ্গীকার হতে পারে, "কোহলি যত রান করবে আমি তার ১০ গুন টাকা বিনিয়োদ করব।" অথবা "কোহলি শতরান করলে আমি ১০০০ টাকা বিনিয়োগ করব।"

এই ধরণের অঙ্গীকারের ফলে শুধু যে আপনি আপনার পছন্দের দল বা খেলোয়াড়ের সমর্থন দেখাচ্ছেন তাই নয়, আপনার অঙ্গীকার পূরণে কোনও গরীব মানুষেরও সাহায্য হবে এই টাকায়। আপনার আনন্দের সঙ্গে সঙ্গে আপনার আনন্দ ছড়িয়ে পড়বে সমাজের অন্যান্য দরিদ্র মানুষের মধ্যেও।

English summary
ICC World Cup 2015: Victory is sweeter when you share the #CupOfJoy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X