For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: কবে থেকে শুরু, কোন কোন দল খেলছে?

১ অগাস্ট এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে ২০১৯-২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। দীর্ঘ দুবছর ধরে এই টেস্ট টুর্নামেন্ট খেলা হবে

  • |
Google Oneindia Bengali News

১ অগাস্ট এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে ২০১৯-২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। লিগ ফর্ম্যাটে দীর্ঘ দুবছর ধরে এই টেস্ট টুর্নামেন্ট খেলা হবে।

প্রথম কারণ

প্রথম কারণ

কেন রাহুল প্রথমেই প্রত্যুষার ঝুলন্ত মৃতদেহ দেখার পরেও পুলিশকে খবর দিল না।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কী?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কী?

টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের এজবাস্টন টেস্ট থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এর আগে মরসুমের শেষে দলগুলির টেস্ট ব়্যাঙ্কিংয়ের বিচারে শীর্ষে থাকা দলের হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাটন তুলে দেওয়া হত।

এবার থেকে নতুন নিয়মে দু'বছর ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই চলবে। সেই লড়াই শেষে পয়েন্টের বিচারে যে দল শীর্ষে থাকবে, তার হাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাটন উঠতে চলেছে।

দ্বিতীয় কারণ

দ্বিতীয় কারণ

গার্লফ্রেন্ড প্রত্যুষা মারা গিয়েছে এই খবর পাওয়ার পরই কেন হাসপাতাল থেকে পালিয়েছিল সে? কেনই বা ফোনের সুইচ অফ করে দিয়েছিল। রাহুল পুলিশকে জানিয়েছে, সে ভয় পেয়ে গিয়েছিল তাই পালিয়েছিল, কিন্তু তিনি যদি কিছু নাই করে থাকেন তাহলে ভয়ই বা কেন পেয়েছিলেন?

একনজরে যে দলগুলির মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা

একনজরে যে দলগুলির মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা

অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড,ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় কারণ

তৃতীয় কারণ

কেন রাহুল প্রত্যুষার মোবাইল নিয়েছিল? যদি প্রত্যুষার বাবা-মায়ের জন্য টিকিট বুক করার জন্যই ফোন নিয়েছিল তাহলে কেন সে টিকিট বুক করেনি?

কোন কোন দল প্রতিযোগিতায় থাকছে না

কোন কোন দল প্রতিযোগিতায় থাকছে না

নির্বাসনের কারণে আইসিসি'র কোনও প্রতিযোগিতায় নেই জিম্বাবোয়ে।সেক্ষেত্রে এই দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে দেখা যাবে না। সেই সঙ্গে ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরে থাকছে না।

চতুর্থ কারণ

চতুর্থ কারণ

প্রত্যুষার মৃত্যুর পর রাহুলের ইনস্তাগ্রাম প্রোফাইলের সমস্ত আপডেট কেন মুছে দেওয়া হয়েছে? জনৈক টেলিভিশন অভিনেত্রী সংবাদমাধ্যমকে ক্ষোভের সঙ্গে জানিয়েছিল, "যখন প্রত্যুষার নিথর দেহ হাসপাতালে পরে ছিল, তখন ইনস্তাগ্রামের আপডেট মুছতে ব্যস্ত ছিল রাহুল। ও শুধু নিজের বিষয়েই ভাবে।"

পঞ্চম কারণ

পঞ্চম কারণ

রাহুলকে সন্দেহ করছে পুলিশ, রাহুলকে আটক করা হয়েছে একথা জানার পরও কেন প্রত্যুষার কোনও বন্ধু রাহুলের সমর্থনে এগিয়ে এল না? প্রথমেই যখন রাহুলের উপর সন্দেহ গিয়েছিল তখন কেন কেউ রাহুলের পাশে দাঁড়ায়নি?

ষষ্ঠ কারণ

ষষ্ঠ কারণ

প্রত্যুষাকে ঝুলন্ত অবস্থায় দেখার পর, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে বসে রাহুল চিপস খাচ্ছিলেন। রাহুলের মুখে-চোখে কোনও চিন্তার রেশও ছিল না বলে হাসপাতালের এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন।

সপ্তম কারণ

সপ্তম কারণ

কেন নিজের বিয়ের কথা লুকিয়েছিলেন রাহুল? আগের বিয়ে থেকে রাহুলের ৯ বছরের এক সন্তান রয়েছে সেকথাও কেন কাউকে জানাননি রাহুল?

অষ্টম কারণ

অষ্টম কারণ

কেন রাহুলের প্রথম উকিল নীরজ গুপ্ত রাহুলের হয়ে মামলা লড়ার থেকে সরে দাঁড়ালেন?

নবম কারণ

নবম কারণ

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লীনা জানিয়েছেন, "প্রত্যুষার মৃত্যুর একদিন আগে সে আমাকে রাত ৩টে নাগাদ ফোন করে। ও কাঁদছিল। ও বলল, আমি এইসবের বাইরে বেরতে চাই। আমার সঙ্গে যা হয়েছে ভুল হয়েছে। ঠিক কী হয়েছে আমি ওর কাছে জানতে চেয়েছিলাম, ও বলল, আমি আবার ঘুরে দাঁড়াতে চাই, আমি এভাবে থাকতে পারছি না। আমি এসবের বাইরে বেরিয়ে আসতে চাই।" এখন প্রশ্ন হল ঠিক কী থেকে প্রত্যুষা বেরিয়ে আসতে চেয়েছিল।

দশম কারণ

দশম কারণ

রাহুল সংবাদমাধ্যমের একাংশকে জানিয়েছিল, আমি প্রত্যুষার মৃত্যুর কারণ জানি না। আমাদের মধ্যে কোনও সমস্যা ছিল না, আমাদের ঝগড়াও হতো না। আমরা খুশিতেই ছিলাম। বিয়ে করার কথা ভাবছিলাম।

আবার অন্য একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "আমি মানছি আমরা খুব ঝগড়া-লড়াই করতাম। খ্যাতির স্বাদ ওর মাথায় চেপে বসেছিল। আমাকে সবসময় ও তুচ্ছতাচ্ছিল্য করত। তবে যাই হয়ে থাক না কেন আমি নির্দোষ।" নিজের কথাতেই কেন এরকম অসামঞ্জস্য।

English summary
ICC World Test Championship: when will world test championship start? how many teams are playing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X