For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে বিরাটদের পিঙ্ক টেস্ট খেলায় রাজি করানো যাবে'

টেস্ট ক্রিকেটকে উন্নত করতে এখন বিশ্বজুড়়ে চলছে পিঙ্ক বল টেস্টের প্রচার। চলতি বছরে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম পিঙ্ক বল টেস্ট খেলেছে ভারত।

  • |
Google Oneindia Bengali News

টেস্ট ক্রিকেটকে উন্নত করতে এখন বিশ্বজুড়়ে চলছে পিঙ্ক বল টেস্টের প্রচার। চলতি বছরে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম পিঙ্ক বল টেস্ট খেলেছে ভারত। যারপর অস্ট্রেলিয়া মাটিতে ভারতকে পিঙ্ক বল টেস্ট খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে। সেক্ষেত্রে অজিভূমে দুটি পিঙ্ক বল টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে। এবার ভারতের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট খেলা নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বড় মন্তব্য করা হল।

কৃষ্ণনগর রাজবাড়ি

কৃষ্ণনগর রাজবাড়ি

রাজত্ব না থাকলেও প্রথা মেনে আড়ম্বরের সঙ্গে প্রত্যেক বার কৃষ্ণনগর রাজবাড়িতে দুর্গাপুজো পালন করা হয়। রাজপরিবারের বংশধরেরা এই পুজোর সময়েই জড়ো হন এক জায়গায়। রাজপরিবারের পাশাপাশি বহু সাধারণ মানুষ এই পুজো দেখতে রাজ বাড়িতে ভিড় জমান।

কী জানানো হয়েছে

কী জানানো হয়েছে

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস জানিয়েছেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে ভারত ফাইনালে উঠলে, সেক্ষেত্রে ভারতকে অজিভূমে পিঙ্ক টেস্ট খেলার জন্য রাজি করানো সহজ হবে।'

কৃষ্ণনগর রাজবাড়ির প্রতিমা

কৃষ্ণনগর রাজবাড়ির প্রতিমা

কৃষ্ণনগর রাজবাড়ির সাবেকি পুজো বেশ জনপ্রিয়। যেহেতু সাবেকি পুজো তাই দেবী প্রতিমা, সাজ- সজ্জা, সবই সাধারণ। তবুও ডাকের সাজে কৃষ্ণনগর রাজবাড়ির মহামায়ার প্রতিমা একেবারে অনবদ্য।

অতীতে অজিভূমে পিঙ্ক টেস্ট খেলতে না করেছে ভারত

অতীতে অজিভূমে পিঙ্ক টেস্ট খেলতে না করেছে ভারত

উল্লেখ্য এর আগে ২০১৮-১৯ ক্রিকেট মরসুমে অজি সফরে ভারতকে অ্যাডিলেডে একটি পিঙ্ক টেস্ট খেলার জন্য অনুরোধ জানানো হলেও কোহলি অ্যান্ড কোম্পানি যথেষ্ট প্রস্তুতির সময় না পাওয়ার কারণে পিঙ্ক টেস্ট খেলেননি।

ঘুর্নী তরুন সংঘের মন্ডপ

ঘুর্নী তরুন সংঘের মন্ডপ

বাংলাদেশের রামকৃষ্ণ মঠের আদলে তৈরি হয়েছে ঘুর্নী তরুন সংঘের মন্ডপটি। মন্ডপ এবং আলোক সজ্জার দিকে এবারে বিশেষ জোর দেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানান। মন্ডপ সজ্জার জন্য থার্মকল, রঙিন কাপড়, প্রভৃতি সামগ্রী ব্যবহার করা হয়েছে।

অজি ক্রিকেট বোর্ড পিঙ্ক টেস্ট নিয়ে আশাবাদী

অজি ক্রিকেট বোর্ড পিঙ্ক টেস্ট নিয়ে আশাবাদী

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও রবার্টস অবশ্য এবার অজিভূমে ভারতের বিরুদ্ধে পিঙ্ক টেস্ট আয়োজন নিয়ে আশাবাদী। রবার্টস বলেন, 'পরের বছরে ভারতের বিরুদ্ধে অজিরা পিঙ্ক টেস্ট খেলার বিষয়ে আশাবাদী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এখন অপ্রতিরোধ্য। টুর্নামেন্টের শুরু থেকে ভারত দারুণ খেলছে। ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আসে, তখন ভারতের কাছে দিন রাতের টেস্ট না খেলার কোনও কারণ থাকবে না। টুর্নামেন্টের ফাইনালে দিন রাতের টেস্ট অন্যতম আকর্ষণ হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পিঙ্ক টেস্ট নিয়ে এখনও পর্যন্ত অবশ্য কোনও বিরোধীতা করা হয়নি। টেস্ট ক্রিকেটের প্রসারের জন্য পিঙ্ক টেস্টই ভবিষ্যত। '

ঘুর্নী তরুন সংঘের প্রতিমা

ঘুর্নী তরুন সংঘের প্রতিমা

কৃষ্ণনগর জেলার সেরা পুজোগুলির অন্যতম হল ঘুর্নী তরুন সংঘের পুজো। এখানে মন্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সহ কিছুতেই অধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা গিয়েছে। মন্ডপের ভিতরে সুসজ্জিত মহামায়ার অপরূপ প্রতিমা আপনাকে মুগ্ধ করবেই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও অস্ট্রেলিয়া কোথায়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও অস্ট্রেলিয়া কোথায়

৭ ম্যাচ খেলে ৭টিতে জিতে ভারত এখন ৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে অস্ট্রেলিয়া ৪টি জয় ও ২টি হার ও ১টি ড্রয়ের পর ১৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

English summary
If India make place in WTC final,easier to schedule pink-ball Test against in in Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X