For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক শর্তে সচিনের ১০০টি শতরানের রেকর্ড ধরতে পারেন বিরাট, বললেন ইরফান

কোন শর্তে সচিনের ১০০ শতরানের রেকর্ড ধরতে পারেন বিরাট, জানালেন ইরফান

  • |
Google Oneindia Bengali News

কোন শর্তে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ১০০টি শতরানের রেকর্ড ধরতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, তা জানালেন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। সচিন ও বিরাটের দক্ষতা নিয়ে ঠিক কী বললেন ইরফান, তা দেখে নেওয়া যাক। এ

সচিন তেন্ডুলকরের কেরিয়ার

সচিন তেন্ডুলকরের কেরিয়ার

ভারতের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ান ডে খেলা সচিন তেন্ডুলকর দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬ রান করেছেন। ১০০টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর ঝুলিতে। ওয়ান ডে-তে একটি দ্বিশতরানও রয়েছে তাঁর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে এই নজির গড়েছিলেন সচিন।

বিরাট কোহলির কেরিয়ার

বিরাট কোহলির কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক। টেস্টে এখনই সম্ভব না হলেও ওয়েন ডে সেঞ্চুরির সংখ্যায় আর কয়েক দিনের মধ্যেই হয়তো সচিন তেন্ডুলকরকে টপকে যাবেন বিরাট।

সচিনকে ছোঁবেন কী বিরাট?

সচিনকে ছোঁবেন কী বিরাট?

পরিসংখ্যান যা বলছে, তাতে ওয়ান ডে-তে শতরানের সংখ্যায় সচিন তেন্ডুলকরকে (৪৯) শীঘ্রই টপকে যেতে পারেন বিরাট কোহলি (৪৩)। তবে টেস্টে সচিন (৫১) ও বিরাটের (২৭) শতরান সংখ্যার পার্থক্য বিস্তর। যদিও টিম ইন্ডিয়ার অধিনায়ক ১০০ শতরানের মালিক হতেই পারেন বলে বিশ্বাস করেন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। সেক্ষেত্রে সচিনের মতোই বিরাটের কেরিয়ারও লম্বা হওয়া প্রয়োজন বলে মনে করেন ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।

সচিন বনাম বিরাট

সচিন বনাম বিরাট

বিরাট কোহলি এবং লেজেন্ড সচিন তেন্ডুলকরের মধ্যে তুলনা টানতে রাজি নন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। তাঁর কথায়, সচিনকে ক্রিকেট রেকর্ডে বিরাট টপকে গেলেও মাস্টার ব্লাস্টারের কৃতিত্ব কোনও অংশে খাটো হবে না। কারণ সচিন চিরকাল ক্রিকেটের ভগবান থাকবেন বলেই দাবি ইরফানের।

আম্ফান সাহায্যে এবার এগিয়ে এলেন মোহনবাগানের দুই প্রাক্তন কোচআম্ফান সাহায্যে এবার এগিয়ে এলেন মোহনবাগানের দুই প্রাক্তন কোচ

English summary
Ifran Pathan tells the possibility to equal Sachin Tendulkar by Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X