For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লর্ডসে ইতিহাস তাহিরের,দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রানের পাহাড়ে পাকিস্তান

কেরিয়ারের শেষ বিশ্বকাপে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন ইমরান তাহির। লর্ডসে এদিন পাকিস্তানের দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকায় হয়ে বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারির খাতায় নাম লেখালেন ইমরান।
 

  • |
Google Oneindia Bengali News

কেরিয়ারের শেষ বিশ্বকাপে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন ইমরান তাহির। লর্ডসে এদিন পাকিস্তানের দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকায় হয়ে বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারির খাতায় নাম লেখালেন ইমরান।

৪০-এ ও তাহিরের স্পিন ভেল্কি ব্যাটসম্যানদের কাছে ধাঁধার সমান

৪০-এ ও তাহিরের স্পিন ভেল্কি ব্যাটসম্যানদের কাছে ধাঁধার সমান

বয়স ৪০ ছুঁয়েছে। চলতি বিশ্বকাপে তিনিই টুর্নামেন্টের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। বল হাতে অবশ্য এখনও চিরতরুণ ইমরান। ইনিংসের ১৫তম ওভারে ফকহার জামানকে ফার্স্ট স্লিপে বন্দি করান, পরে ২১ তম ওভারে ইমাম উল হককে কট অ্যান্ড বোল্ড করে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন। দিনের প্রথম স্পেলের চার ওভারের মধ্যেই ২ উইকেট তুলে নিয়ে নজির তাহিরের

অ্যালান ডোনাল্ডের নজির টপকালেন তাহির

অ্যালান ডোনাল্ডের নজির টপকালেন তাহির

এর আগে প্রোটিয়াদের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ৩৮টি উইকেট শিকারের নজির ছিল অ্যালান ডোনাল্ডের। বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে ৩৮টি উইকেট পেয়েছিলেন তিনি। তাঁর চেয়ে ৫ ম্যাচ কম খেলে( ২০ ম্যাচে) বিশ্বকাপে ৩৯ উইকেট তুলে নিলেন তাহির।

একনজরে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা-

একনজরে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা-

১) ইমরান তাহির, ২০ ম্যাচে ৩৯ উইকেট
২) অ্যানাল ডোনাল্ড- ২৫ ম্যাচে ৩৮ উইকেট
৩)শন পোলক- ৩১ ম্যাচে ৩১ উইকেট
৪) মর্নি মর্কেল- ১৪ ম্যাচে ২৬ উইকেট
৫) ডেইল স্টেইন- ১৪ ম্যাচে ২৩ উইকেট

রানের পাহাড়ে পাকিস্তান

রানের পাহাড়ে পাকিস্তান

ইমরানের রেকর্ডের দিন রানের পাহাড়ে পাকিস্তান। হ্যারিস সোহেলের ৮৯ রানের ইনিংসের(৫৯ বলে) সুবাদে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলল পাকিস্তান।সোহেলের ইনিংস সাজানো ৯টি চার ও ৩টি ছয় দিয়ে। ম্যাচ জিততে প্রোটিয়াদের করতে হবে ৩০৯ রান।

টপ অর্ডারের সাফল্য

টপ অর্ডারের সাফল্য

ব্যাট হাতে এদিন পাক ইনিংসের ভিত গড়ে দেন ইমাম-ফকহর। প্রথম উইকেটে ৮১ রান জোড়ে দুই বাঁ-হাতি। দুজনেই ৪৪ রান করে আউট হন। অন্যদের মধ্যে বাবর আজম ৬৯ রান করেছেন।

English summary
Imran Tahir breaks wc record, PAK score 308 against sa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X