For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদায় জানাচ্ছেন ইমরান তাহিরও! লাহোর থেকে দক্ষিণ আফ্রিকা, অবশেষে বিশ্বকাপেই শেষ করছেন যাত্রা

আইসিসির বিশ্বকাপ ২০১৯-এর পর ওডিআই ক্রিকেট খেলা ছেড়ে দেবেন ইমরান তাহির।

Google Oneindia Bengali News

আরও এক নক্ষত্র যাবেন অস্তাচলে। ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর পরই ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। তবে এরপরেও অন্তত ২০২০ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত তিনি টি২০ ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন ৩৯ বছরের স্পিনার।

তাহির জানিয়েছেন, তার কাছে সবচেয়ে বড় হল বিশ্বকাপ খেলা। এই ব্যাপারে তিনি দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে একটি পারস্পরিক বোঝাপড়া করে নিয়েছেন। বিশ্বকাপ খেলেই একদিনের ক্রিকেট থেকে সরে যাবেন বলেই বোর্ডের সঙ্গে তিনি বিশ্বকাপ পর্যন্তই খেলার চুক্তি করেছেন।

এর আগে ওয়েস্টইন্ডিজের ক্রিস গেইলও বিশ্বকাপের পরই অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন। পরে অবশ্য নিজেই জানিয়েছেন পুনর্বিবেচনার কথা।

লাহোর থেকে আফ্রিকায়

লাহোর থেকে আফ্রিকায়

ইমরান তাহিরের জন্ম কিন্তু পাকিস্তানের লাহোরে। সেখান থেকে তিনি দক্ষিণ আফ্রিকায় চলে য়ান। সেখানকার নাগরিকত্ব নেন। ২০১১ সালের বিশ্বকাপেই প্রোটিযাদের জার্সিতে তাঁর অভিষেক হয়েছিল। তারপর থেকে সাদা বলের ক্রিকেটের নিয়মিত সদস্য হয়ে ওঠেন।

বিশ্বকাপে শততম ম্যাচ

বিশ্বকাপে শততম ম্যাচ

এখনও পর্যন্ত ৯৫টি একদিনের ম্যাচ খেলেছেন তাহির। শ্রীলঙ্কার সঙ্গে চলতি সিরিজে আরও ৪টি ম্যাচ খেললে তাঁর ৯৯টি ম্যাচ খেলা হবে। তারপরই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ খেলতে যাবে। ফলে তাহির তাঁর শততম ম্যাচটি খেলবেন ইংল্যান্ডের মাটিতে, বিশ্বকাপের মঞ্চে।

কেন সরে যাচ্ছেন?

কেন সরে যাচ্ছেন?

তাহির জানিয়েছেন, তিনি আরো অনেকদিন খেলতেই পারতেন। কিন্তু জীবনে কিছু সময়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তিনিও সেই রকম দক্ষিণ আফ্রিকার নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এরপর কি?

এরপর কি?

তাহির জানিয়েছেন, বিশ্বকাপের পর থেকে সারা বিশ্বে বেসরকারি টি২০ লিগ গুলিতে তাঁকে খেলার অনুমতি দিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। তবে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক টি২০-তেও খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জানিয়েছেন ২০২০ টি২০ বিশ্বকাপে খেলতে পারলে ভাল লাগবে।

English summary
Imran Tahir has announced that he will quit ODI cricket after ICC World Cup 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X