For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজেকে সৌভাগ্যবান মানেন প্রোটিয়া এই ক্রিকেটার, কারণ অবাক করবে

চেন্নাই সুপার কিংস দলের সদস্য হিসেবে নিজেকে সৌভাগ্য়বান মনে করেন ইমরান তাহির 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ইমরান তাহির নিজেকে ভাগ্যবান মনে করেন কারণ তিনি চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে খেলতে পারছেন। পাকিস্তানি এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আইপিএলের একাদশ মরশুমে খেলবেন সিএসকে -তে।

নিজেকে সৌভাগ্যবান মানেন প্রোটিয়া এই ক্রিকেটার

ইমরান তাহির জানিয়েছেন, 'চেন্নাই সুপার কিংস ফ্যানদের স্পেশাল উষ্ণতা মনে করিয়ে দেয় জায়গাটা কতটা বিশেষ। ' বাঁ হাতি এই লেগ স্পিনার এই মুহূর্তে সিএসকে -র সঙ্গে চিদাম্বরম স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন সারছেন। রোজই চেন্নাই অনুশীলনে হাজির থাকছেন চেন্নাই ফ্যানরা।

ফ্যানদের এই উন্মাদনা দেখে মুগ্ধ ইমরান তাহির এখন প্রথম হোমগেমে নামার জন্য ছটফট করছেন। এই সপ্তাহের শুরুতে হুড খোলা বাসে গোটা শহর ভ্রমণে বেরিয়েছিলেন ইমরান তাহির সহ গোটা সিএসকে দল। সারা শহরের মানুষ যেখানে যেখানে দেখতে পেয়েছেন সেখানেই দলের উদ্দেশ্যে নিজেদের সমর্থণ উজাড় করে দিয়েছেন।

চেন্নাই সুপার আইপিএলের এখনও অবধি সফলতম দল। দু বারের চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর চারবার রানার্স হয়েছে। তাও ২০০৮ থেকে ২০১৫-র মধ্যেই এই সাফল্য অর্জন করেছে। কারণ গুরুনাথ মায়াপ্পনের বেটিং সংক্রান্ত দুর্নীতির জেরে দু বছরের জন্যে নির্বাসিত ছিল এই দল।

ক্ষুদ্রতম ফর্মাটে এই লেগ স্পিনার ভয়াবহ। বর্তমানে রিস্ট স্পিনাররা টি-টোয়েন্টিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তাহির বলেছেন, 'এটা সহজ কাজ নয়, কিন্তু তারপরেও আইপিএলে রিস্ট স্পিনাররা দারুণ পারফর্ম করেছেন। শুধু তাই নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে হওয়া টি-টোয়েন্টি লিগেও তারা ভালোই পারফর্ম করেন। '

নিজেকে সৌভাগ্যবান মানেন প্রোটিয়া এই ক্রিকেটার

তিনি আরও বলেছেন, 'লেগ স্পিন এক অন্য রকমের আর্ট। এরপরেও যদি কোনও লেগ স্পিনার কোনও একটা ম্যাচে ৪০-৫০ রান দেয় তাহলে তাদের কথা শুনতে হয়, বলা হয় এদের দলে কেন রাখা হয়েছে। '

নিজেকে সৌভাগ্যবান মানেন প্রোটিয়া এই ক্রিকেটার

তবে সব কথায় ঘুরে ফিরে চেন্নাই সুপার কিংসের প্রশংসায় মজেছেন ইমরান তাহির। তিনি বলেছেন, 'চেন্নাই সুপার কিংস ফ্যানদের ভালোবাসা বুঝিয়ে দেয় আমরা কতটা স্পেশাল জায়গায় রয়েছি। '

টি-টোয়েন্টি ক্রিকেটে বয়স গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করেন না তিনি। তার মতে ফিটনেস থাকলে ব্র্যাড হজ ও ব্র্যাড হগ এই বয়সে দারুণ পারফরম্যান্স দেখাতে পারেন।

তাহির আরও বলেছেন, 'এই খেলাটার জন্য আমার দারুণ প্যাশন আছে। কী করে ভালো করা যাবে সেটাই দেখি। প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দিতে চেষ্টা করি। দলের জন্য়ে ভ্যালু দেওয়া যায় যাতে। বয়স এই পথে কোনও বাধা হয় বলে মানি না। '

এ মরশুমের আইপিএলে উদ্বোধনী ম্যাচেই খেলবে সিএসকে। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ন্স। এপ্রিলের ৭ তারিখ ওয়াংখেড়েতে হবে ম্যাচ।

English summary
Imran Thair believes he is lucky to be the part of Chennai super kings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X