For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগোলেন ইংরেজ ক্রিকেটাররা, সিরিজ হেরে ভারতীয়দের কী অবস্থা

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অনেকটাই এগোলেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। সিরিজ হারানো সত্ত্বেও অধিকাংশ ভারতীয় খোলয়াড় তাঁদের র‌্যাঙ্ক ধরে রেখেছেন।

  • |
Google Oneindia Bengali News

সাউদাম্পটন টেস্ট হেরে ৩-১ ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খোয়াতে হয়েছে ভারতকে। এরফলে আইসিসি টেস্ট ক্রম-তালিকায় ইংল্যান্ডের খেলোয়াড়দের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। তবে হারের পরও ভারতীয় খেলোয়াড়দের ক্রমতালিকায় বিশেষ পরিবর্তন ঘটেনি।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগোলেন ইংরেজ ক্রিকেটাররা, সিরিজ হেরে ভারতীয়দের কী অবস্থা

সাউদাম্পটন টেস্টে ব্যাটে বলে ভাল ছাপ রেখেছেন ২০ বছরের তরুন ব্রিটিশ অলরাউন্ডার স্যাম কুরান। ব্যাটিং ক্রমতালিকায় তিনি ২৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৩তমম স্থানে। আর বোলিং তালিকায় এগিয়েছেন ১১ ধাপ। আপাতত তাঁর স্থান ৫৫তম।

সাউদাম্পটন টেস্টে দলে ফিরেই চমকে দিয়েছেন অফস্পিনার মঈন আলি। সাউদাম্পটন টেস্টে ৯ উইকেট ও প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে রান করে তিনি ম্যান অব দ্য় ম্যাচ নির্বাচিত হয়েছেন। বোলারদের তালিকায় তিনি ৩ ধাপ উঠে ৩৩তম স্থানে আছেন।

আইসিসির টেসিট ব্যাটসম্যানদের তালিকায় অবশ্য প্রথম ১০-এ কোনও পরিবর্তন ঘটেনি। ১ নম্বরেই আছেন বিরাট কোহলি। ইংলিশ ক্যাপ্টেন জো রুটও তাঁর পঞ্চম স্থান ধরে রেখেছেন। ৭৬৩ পয়েন্ট থেকে ৭৯৮ পয়েন্টে পৌঁছেও তাঁকে টপকাতে পারেননি চেতেশ্বর পুজারা। ষষ্ঠ স্থানেই থাকতে হয়েছে তাঁকে।

ইংল্যান্ডের জস বাটলার পৌঁছে গিয়েছেন তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং-এ। ১৫ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় তিনি ৩২তম স্থানে উঠে এসেছেন। অলরাউন্ডার বেন স্টোকস ৩ধাপ এগিয়ে ২৯তম স্থানে আছেন। কিটন জেনিংস-ও ৪ ধাপ এগিয়েছেন। তিনি আছেন ৮৬তম স্থানে।

বোলারদের তালিকায় প্রথম ২০-তে ফিরে এসেছেন ভারতীয় পেসার মহম্মদ শামি। সাউদাম্পটনের ৬ উইকেট তাঁকে পৌছে দিয়েছে ১৯তম স্থানে। নিজের ফর্ম ধরে রেখে কেরিয়ারের সেরা পয়েন্ট ৪৮৭ নিয়ে ৩৭তম স্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরাও।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগোলেন ইংরেজ ক্রিকেটাররা, সিরিজ হেরে ভারতীয়দের কী অবস্থা

আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগোলেন ইংরেজ ক্রিকেটাররা, সিরিজ হেরে ভারতীয়দের কী অবস্থা

English summary
In latest ICC Test rankings England players made significant gains. Despite losing the series most Indians have retained their rank.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X