For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর পর উইকেট হারিয়েও প্রস্তুতি ম্যাচে প্রথম দিন শেষে ভাল জায়গায় ভারত

এসেক্সের বিরদ্ধে প্রস্তুতি ম্যাচ প্রথম দিনের শুরুতে পর পর উইকেট হারালেও দিনের শেষটা ভালই করল ভারত। প্রথম দিন শেষে ভারতের রান ৩২২/৬।

Google Oneindia Bengali News

মাঠ নিয়ে শুরু থেকেই ক্ষোভ থাকলেও এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভাল ছন্দে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়াকে। ম্যাচ শুরুর প্রথম দু'ওভারের মধ্যে পর পর দুই উইকেট হারালেও তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিন শেষে চালকের আসনে ভারত।

পর পর উইকেট হারিয়েও প্রস্তুতি ম্যাচে প্রথম দিন শেষে ভাল জায়গায় ভারত

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু প্রথম তিন ওভারের মধ্যে শিখর ধবন এবং চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে চালে পরে যায় ভারত। রানের খাতা না খুলে প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন শিখর। রান পাননি পূজারাও। মাত্র ১ রান করে ম্যাট কোলসের বলে জেমস ফস্টারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পূজারা।

এর পর শক্ত হাতে ভারতীয় ব্যাটিং লাইনআপের ভীত গড়ার কাজে মন দেন মুরীল বিজয় এবং অজিঙ্ক রাহানে। কিন্তু যে রাহনেকে নির্দিষ্ট ওভারের খেলায় ইংল্যান্ডের বিরুদ্ধে দলে না রাখায় এত বিতর্ক, সেই তিনিও নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন এদিন। মাত্র ১৭ রান করে ফেরেন প্যাভলিয়নে। পরে বিরাটকে সঙ্গে নিয়ে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান মুরলী বিজয়। কিন্তু তিনিও প্যাভিলিয়নে ফেরেন ৫৩ রান করে। ভাল শুরু করেও নিজের ইনিংসকে বড় ইনিংসে পরিণত করতে পারলেন না বিজয়। যেমনটা পারলেন না ভারত অধিনায়কও। ৬৮ রান করে পল ওয়ালটারের বলে আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে।

এর পর লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসকে টানেন দীনেশ কার্তিক। রাহুল ফেরেন ৫৮ রান করে। এর পর কার্তিককে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। ৮২ রান করে অপরাজিত রয়েছেন কার্তিক। ৩৩ রানে অপরাজিত হার্দিক। প্রথম দিন শেষে ভারতের রান ৩২২/৬।

এসেক্সের হয়ে প্রথম দিন দু'টি করে উইকেট পান ম্যাট কোলস এবং পল ওয়ালটার। একটি করে শিকার ম্যাথু কুইন এবং অ্যারন নিজারের।

English summary
After winning the toss against Essex in practice match Indian skipper Virat Kohli decided to bat first. After the end of first day of the practice match India’s score is 322/6.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X