For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপকের স্বপ্নের বোলিং, হ্যাটট্রিক করে সিরিজ জেতালেন, সঙ্গে টি-টোয়েন্টিতে মাইলস্টোন

দীপকের স্বপ্নের বোলিং, হ্যাটট্রিক করে সিরিজ জেতালেন, সঙ্গে টি-টোয়েন্টিতে মাইলস্টোন। ম্যাচে ৭ রান খরচ করে ৬ উইকেট দীপকের।

  • |
Google Oneindia Bengali News

স্বপ্নের বোলিং দীপক চাহারের। নাগপুরে বল হাতে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের পাতায় নিজের নাম তুলে ফেললেন ভারতীয় ডানহাতি।

দীপকের স্বপ্নের বোলিং, হ্যাটট্রিক করে সিরিজ জেতালেন, সঙ্গে টি-টোয়েন্টিতে মাইলস্টোন

ম্যাচে নির্ধারিত ৪ ওভারের কোটার ৩.২ ওভার হাত ঘুরিয়ে ৭ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন দীপক। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের সেরা বোলিং ফিগার ছিল।

২০১২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮ রান খরচ করে ৬ উইকেট নিয়েছিলেন মেন্ডিস। এরপর সাত বছর ধরে স্পিনার মেন্ডিসের সেই রেকর্ড অক্ষত ছিল। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন দীপক।

৭ রানে ৬ উইকেট শিকার করে, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিংয়ের কীর্তি গড়লেন দীপক। ম্যাচের সেরা হয়েছেন দীপক, সেই সঙ্গে সিরিজেরও সেরা হয়েছেন দীপক চাহার। সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি।এই বোলিংয়ের সুবাদেই ৩০ রানে নাগপুর টি-টোয়েন্টি জিতে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারাল ভারত।

একনজরে দেখে নিন টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলিং ফিগার

দীপাক চাহার- ৭ রানে ৬ উইকেট, প্রতিপক্ষ বাংলাদেশ

অজন্তা মেন্ডিস- ৮ রানে ৬ উইকেট, প্রতিপক্ষ জিম্বাবোয়ে

অজন্তা মেন্ডিস-১৬ রানে ৬ উইকেট, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

যুজবেন্দ্র চাহাল- ২৫ রান খরচ করে ৬ উইকেট, প্রতিপক্ষ ইংল্যান্ড

সেই সঙ্গে প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের নজির গড়লেন দীপক চাহার।

একনজরে তিন ফর্ম্যাটে ভারতের প্রথম তিন হ্যাটট্রিকম্যান

টেস্টে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন হরভজন সিং

ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন চেতন শর্মা

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন দীপক চাহার

একনজরে দেশের জার্সিতে যারা হ্যাটট্রিক করেছেন

হরভজন সিং ও ইরফান পাঠান( টেস্ট)। চেতন শর্মা, মহম্মদ শামি, কপিল দেব,কুলদীপ যাদব( ওডিআই) ও দীপক চাহার( টি-টোয়েন্টি)

অন্যদিকে পেন্ডুলামের মতো দুলতে থাকা সিরিজ নির্ণায়ক ম্যাচে শেষ হাসি হাসল ভারত। ম্যাচে দুই দলই একাধিক বার লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিলেও শেষ পর্যন্ত নাগপুর টি-টোয়েন্টি জিতে নিল ভারত। বোলারদের কাঁধে চেপেই শেষ পর্যন্ত ম্যাচ জয়, সেই সঙ্গে ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

এদিন প্রথমে ব্যাট করে শ্রেয়সের ৬২ ও রাহুলের ৫২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার ১৭৪ রান তোলে ভারত।

জবাবে শিশির সমস্যায় শুরু থেকে ভারতীয় বোলারদের দুরাবস্থা। শুরুতে দীপক চাহার টানা দুই বলে দুই উইকেট তুলে নিলেও মহম্মদ নইমের ব্যাটে গ্রীন আর্মির ঘুরে দাঁড়ায়।

একসময় ভারতকে চাপে ফেলে বাংলাদেশ ম্যাচ জিতে নেবে বলেও মনেও হয়েছিল। সেখানেই ঠান্ডা মাথায় বোলারদের নিয়ে ফাটকা খেলে ম্যাচ বার করলেন রোহিত। বিশষ করে চাপের মুহূর্তে সঠিক বোলারকে সঠিক সময়ে ব্যবহার করেই ম্যাচ জেতালেন হিটম্যান।

English summary
Ind beat ban, win nagpur t20 and series by 2-1, Deepak Chahar takes 6 for 7 and a hattrick
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X