For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: কটকে কীর্তির সামনে ভারত, কী হতে পারে ভারতীয় একাদশ

কটকে বরাবটি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ফয়সলার ডুয়েলে মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

  • |
Google Oneindia Bengali News

রবিবার মেগা ম্যাচ। কটকে বরাবটি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ফয়সলার ডুয়েলে মাঠে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে টি-টোয়েন্টি সিরিজের মতো এবার ওডিআই সিরিজেও শেষ ম্যাচেই সিরিজ কার, জানা যাবে।

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন

রবিবার ভোর থেকেও কাশ্মীরের রাজৌরি জেলার নাওশেরা সেক্টর লক্ষ্য করে পাক সেনা গুলি চালাতে শুরু করে। জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। ভারতীয়দের পক্ষে কোনও হতাহতের খবর নেই।

কোন কীর্তির সামনে ভারত

অন্যদিকে কটকে নজিরের সামনে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওডিআই জিতে সিরিজ পকেটে পুরে ফেলতে পারলে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা ১০টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জেতার রেকর্ড গড়বে 'মেন ইন ব্লু।'

গ্রেফতার নকশাল

গ্রেফতার নকশাল

গতকাল রাতে নয়ডা ও চান্দাউলি জেলায় হানা দিয়ে ১০ নকশালকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতদের মধ্যে আছে স্বঘোষিত নকশাল কমান্ডার প্রদীপ সিংহ খারওয়ার।

দীপকের চোট, খেলতে পারেন নভদীপ

দীপকের চোট, খেলতে পারেন নভদীপ

দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন দীপক চাহার। তাই সিরিজের শেষ ম্যাচে অনিশ্চিত হওয়ায় দীপক চাহারকে নিয়ে ভারতীয় দল কোনও ঝুঁকি নেয়নি। পরিবর্ত হিসেবে নভদীপ সাইনি দলে যোগ দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কটকে প্রথম একাদশে খেলার সুযোগ পেলে ওডিআই অভিষেক করতে পারেন নভদীপ।

ভারত বনাম নিউজিল্যান্ড

ভারত বনাম নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের প্রথম একদিনের ম্যাচে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে ১৯০ রানে অল আউট হয়ে গেল কিউইরা। অভিষেক ম্যাচেই দারুণ পারফরম্যান্স হার্দিক পান্ডেয়ার।

নভদীপের পারফর্ম্যান্স

নভদীপের পারফর্ম্যান্স

এর আগে চলতি বছরে ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নভদীপ দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নভদীপের সংগ্রহ ৬ উইকেট।

মোদীর পাক আক্রমণ

মোদীর পাক আক্রমণ

এশীয় দেশগুলি নিয়ে সার্ক সম্মেলন ভেস্তে যাওয়ার পর এখন গোটা দেশ তাকিয়ে গোয়ার ব্রিকস সম্মেলনের দিকেই। এই সম্মেলনের শুরুতেই সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানকে সন্ত্রাসবাদ সরবরাহকারী মুখ্য জাহাজ বলে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। বললেন পড়শি দেশই সন্ত্রাসের আঁতুড়ঘর।

সিরিজ নির্ণায়ক ম্যাচ কী হতে পারে ভারতীয় একাদশ

সিরিজ নির্ণায়ক ম্যাচ কী হতে পারে ভারতীয় একাদশ

রোহিত শর্মা(সহঅধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেদার যাদব, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, মহম্মদ শামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা

মোদীর প্রশ্ন অনুরাগ কাশ্যপের

মোদীর প্রশ্ন অনুরাগ কাশ্যপের

পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান অভিনয় করায় হিন্দুত্ববাদীদের একাংশ অ্যায় দিল হ্যায় মুশকিল ছবি নিষিদ্ধ করার দাবি তুলেছে। সেই প্রসঙ্গে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন অনুরাগ। গত বছর আচমকা নওয়াজ শরিফের জন্মদিনে মোদীর ইসলামাবাদ সফরের প্রসঙ্গ টেনে একের পর এক আক্রমণাত্মক টুইট করতে থাকেন কাশ্যপ। তিনি বলেন, ওই ইসলামাবাদ সফরের জন্য এখনও তো প্রধানমন্ত্রী ক্ষমা চাননি।

English summary
Ind Look To Seal 10TH consecutive ODI series win against the West indies, ind's probable playing xi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X