For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন! কেন নেই শামি, শেষ ম্যাচেও সুযোগ নেই পন্থের

বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন! কেন নেই শামি, শেষ ম্যাচেও সুযোগ নেই পন্থের

  • |
Google Oneindia Bengali News

সীমিত ওভারে কোনও সুযোগ হল না ঋষভ পন্থের। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে কোনও সুযোগ পাননি। এরপর প্রথম দুই ওডিআই ম্যাচেও নীল জার্সি গায়ে চাপানোর সুযোগ আসেনি পন্থের। ওডিআই সিরিজের তৃতীয় তথা সীমিত ওভারের সিরিজের শেষ ম্যাচে পন্থ কোহলির সাজানো প্রথম একাদশে সুযোগ পেতে পারেন বলে মনে করা হলেও তৃতীয় ওডিআই ম্যাচের দলে ঋষভের কোনও জায়গা হল না। ফলে সীমিত ওভারের টি-২০ ও ওডিআই মিলিয়ে মোট আট ম্যাচে ড্রেসিংরুম ও টুয়েলভ ম্যান হিসেবেই সময় কাটালেন পন্থ।

বিরাটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

বিরাটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

ওডিআই লড়াইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে কামব্যাকের সুযোগ ছিল। সেই ম্যাচে মহম্মদ শামিকে বিরাট বাইরে রাখেন। কোহলির যুক্তি ছিল, তাঁদের ফোকাসে এখন টেস্ট ক্রিকেট। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্টকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বিরাট। শামিকে টেস্টের জন্য় বাঁচিয়ে রাখতেই বিশ্রাম দেওয়া হয়েছে বলে বিরাট জানিয়েছিলেন।

তৃতীয় ম্যাচেও শামিকে দলের বাইরে রাখলেন বিরাট কোহলি

তৃতীয় ম্যাচেও শামিকে দলের বাইরে রাখলেন বিরাট কোহলি

সিরিজের দ্বিতীয় ম্যাচ হারের পর আজ তৃতীয় ম্যাচ। ভারতের সামনে সিরিজ হোয়াইট ওয়াশের অশনি সংকেত। গুরুত্বপূর্ণ সেই ম্যাচেও মহম্মদ শামিকে বাইরে রেখে দল সাজালেন বিরাট। টেস্টের কথা ভেবে বিরাট কেন বারেবারে শামিকে দলের বাইরে রাখছেন সেই নিয়ে ইতিমধ্যেই সমলােচনা শুরু হয়েছে।

বুমরাহকে ফের সুযোগ

বুমরাহকে ফের সুযোগ

শেষ তিন ওডিআই ম্যাচে ১টিও উইকেট পাননি। এদিন মহম্মদ শামিকে দলে ফিরিয়ে বুমরাহকে এক ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া যেত। শেষ ম্যাচে ৬৪ রান খরচ করেছেন জসপ্রীত বুমরাহ। ওডিআই ক্রিকেটে এই প্রথম বুমরাহ টানা তিন ম্যাচে উইকেটহীন রইলেন।

ভারতের ব্যাটিং বিপর্যয়, ভারতের সামনে সিরিজ হোয়াইটওয়াশের অশনিসংকেত

ভারতের ব্যাটিং বিপর্যয়, ভারতের সামনে সিরিজ হোয়াইটওয়াশের অশনিসংকেত

টস জিতে এদিন নিউজিল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই ভারতের তিনটি উইকেট ছিটকে দিয়েছে। মায়াঙ্ক বোল্ড আউট, বিরাট তাঁর উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। মাত্র ৯ রান করে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আউট বিরাট। অন্যদিক ৪০ রান হাঁকিয়ে দায়িত্বজ্ঞানহীনভাবে রান আউট হলেন পৃথ্বী শ। ৭০ রানের মধ্যে ভারতের তিন উইকেটের পতন।

English summary
Ind vs Nz 3rd odi, No place for Rishabh Pant,Mohammed Shami not in 3rd match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X