For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়া হারিয়েছে, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, সেকারণে ভারত ফেভারিট ভাবলে ভুল হবে

নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়া হারিয়েছে, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, সেকারণে ভারত ফেভারিট ভাবলে ভুল হবে

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার থেকে ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের মহড়ায় নেমে পড়ছে, বললে ভুল বলা হবে না। চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবরে টি-২০ বিশ্বকাপের আসর। আইসিসির এই মেগা টুর্নামেন্টের আগে প্রতিটি টি-টোয়েন্টি যুদ্ধই এখন বিরাটদের কাছে বিশ্বকাপের মহড়া। আর সেই মহড়া প্রথম বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ড! ২৪ জানুয়ারি থেকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে কিউয়ি সফর শুরু করছে মেন ইন ব্লু। সফর শুরুতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল।

নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়া হারিয়েছে, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, সেকারণে ভারত ফেভারিট ভাবলে ভুল হবে

সফরের প্রথম বল গড়ানোর আগে, এদিন প্রথম টি-টোয়েন্টির সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরাট বললেন, 'নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে যেকোনও ফর্ম্যাটে হারানো কঠিন চ্যালেঞ্জ। আমরা বাইশ গজে ভালো ম্যাচ উপহার দিতে চাই। এই মুহূর্তে দল হিসেবে ও আমরা দারুণ ছন্দে রয়েছি।নিউজিল্যান্ডের পরিবেশে ওদের বিরুদ্ধে খেলা সহজ নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ওরা হেরেছে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি। সেকারণে নিউজিল্যান্ডকে হারানো সহজ, এমনটা ভাবলে বোকামো! আমাদের সতর্ক থাকতে হবে।'

উল্লেখ্য অস্ট্রেলিয়ার মাটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ হয়েছে। অন্যদিকে কিউয়ি বধের পর ভারত সফরে এসে মুম্বইয়ে কোহলিদের ধরাশায়ী করেছিল অস্ট্রেলিয়া। পরের দুই ম্যাচে ভারত দারুণভাবে লড়াই করে অবশ্য ২-১ ব্যবধানে সিরিজে জয় পায়। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে মেন ইন ব্লু।

শুক্রবার ইডেন পার্কে প্রথম টি-টোয়েন্টি। ভারতীয় সময়ে দুপুর ১২.২০ মিনিট থেকে ম্যাচ দেখা যাবে।

English summary
Ind vs Nz: Playing against New Zealand always tougher challenge for us says Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X