For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন গড়তে চলেছেন টেলর, সচিন থেকে বিরাট কারুর এই নজির নেই

প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন গড়তে চলেছেন টেলর, সচিন থেকে বিরাট কারুর এই নজির নেই

  • |
Google Oneindia Bengali News

কিউয়ি সফরে টি-২০, ওডিআইয়ের পর এবার টেস্ট সিরিজের ঢাকে কাঠি। শুক্রবার থেকে কিউয়িদের ডেরায় কঠিন টেস্ট সফর খেলতে নামছে ভারত। ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে কিউয়ি ক্রিকেটার রস টেলর।

কী সেই মাইলস্টোন

কী সেই মাইলস্টোন

ভারতের বিরুদ্ধে কিছুদিন আগে টি-২০ সিরিজের শেষ ম্যাচে এলিট ক্লাবে প্রবেশ করেছিলেন। বিরাট অ্যান্ড কোংয়ের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচটি টেলরের কেরিয়ারের শততম টি-২০ ম্যাচ ছিল। এবার শততম টেস্ট ম্যাচের সামনে দাঁড়িয়ে টেলর।

ওয়েলিংটনে অপেক্ষা করছে মাইলস্টোন

ওয়েলিংটনে অপেক্ষা করছে মাইলস্টোন

ওয়েলিংটনে টেস্ট কেরিয়ারের একশো ম্যাচ খেলতে নামবেন টেলার। নিউজিল্যান্ড দল টেলরের কেরিয়ারের এই বিশেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার।

প্রথম ক্রিকেটার হিসেবে নজির

উল্লেখ্য ক্রিকেট গ্রহের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটেই ১০০টি করে ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন টেলর। এর আগে ওডিআই ও টি-২০ ক্রিকেটে টেলর ১০০টি ম্যাচ খেলেছেন।

সচিন থেকে বিরাটের এই কীর্তি নেই

সচিন থেকে বিরাটের এই কীর্তি নেই

প্রসঙ্গত কিংবদন্তি সচিন তেন্ডুলকর কিংবা এই প্রজন্মের বিরাট কোহলির তিন ফর্ম্যাটে ১০০টি করে ম্যাচ খেলার নজির নেই। লেজেন্ড সচিন টেস্টে ২০০টি ম্যাচ, ওডিআইয়ে ৪৬৩টি ম্যাচ ও দেশের হয়ে ১টি টি-২০ খেলেছিলেন। সেখানেই বিরাট কোহলি ৮৪টি টেস্ট, ২৪৮টি ওডিআই ম্যাচ ও ৮১টি টি-২০ ম্যাচ খেলেছেন।

 অভিনব এই মাইলস্টোন সম্পর্কে কী বললেন

অভিনব এই মাইলস্টোন সম্পর্কে কী বললেন

টেলর এই অভিনব মাইলস্টোন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, 'আমাকে নিয়ে নতুন একটা এলিট ক্লাব শুরু হচ্ছে। অবশ্যেই ক্রিকেটার হিসেবে প্রাপ্তি। আমার পর আশা করি অনেক ক্রিকেটার এই এলিট ক্লাবে যোগ দেবে।'

একনজরে টেলরের ক্রিকেট কেরিয়ার

একনজরে টেলরের ক্রিকেট কেরিয়ার

দেশের হয়ে রস টেলর এখনও পর্যন্ত ৯৯টি টেস্ট, ২৩১টি ওডিআই ও ১০০টি টি-২০ ম্য়াচ খেলেছেন। টেস্টে ৭১৭৫ রান, ওডিআইয়ে ৮৫৬৫ রান ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৯০৯ রান হাঁকিয়েছেন।

English summary
Ind vs Nz: Ross Taylor will become the first cricketer to play 100 internationals in all 3 formats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X