For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল-রোহিতের ব্যাটে ভারত-পাক ম্যাচে বিশ্বরেকর্ড

ম্যাঞ্চেস্টার মহারণে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন ভারতের দুই ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে রাহুল-রোহিত এদিন জুটিতে ১৩৬ রান হাঁকিয়েছেন। এটাই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে ভারতের সর্বোচ্চ পার্টনারশ

  • |
Google Oneindia Bengali News

ম্যাঞ্চেস্টার মহারণে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন ভারতের দুই ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিংয়ে রাহুল-রোহিত এদিন জুটিতে ১৩৬ রান হাঁকিয়েছেন। এটাই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ।

রাহুল-রোহিতের ব্যাটে ভারত-পাক ম্যাচে বিশ্বরেকর্ড

এর আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক ১২৯ রানের পার্টনারশিপ ছিল রোহিত-ধাওয়ানের। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেড ওভালে ওপেনিং করতে নেমে ১২৯ রান হাঁকিয়েছিলেন ভারতের ডান-বাম ওপেনিং জুটি। এদিন সেই রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন কোহলির নতুন ওপেনিং জুটি রাহুল-রোহিত।

একনজরে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের সর্বাধিক রানের পার্টনারশিপ

১) রাহুল-রোহিত- ১৩৬ রানের পার্টনারশিপ(২০১৯ বিশ্বকাপ)
২) রোহিত-ধাওয়ান- ১২৯ রানের পার্টনারশিপ(২০১৫ বিশ্বকাপ)
৩)রোহিত-রায়না- ১১০ রানের পার্টনারশিপ(২০১৫ বিশ্বকাপ)

অন্যদিকে ওপেনিংয়ে এদিন শিখর ধাওয়ানের অভাব পূরণ করে দিলেন লোকেশ রাহুল। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নেমে ৫৭ রানের দামি ইনিংস খেলেন রাহুল। তাঁর ৭৮ বলের ইনিংস সাজানো ৩টি চার ও ২টি ছয় দিয়ে।

ভারতের অপর ওপেনার রোহিত শর্মা এদিন, ১১৩ বল খেলে ১৪টি চার ও ৩টি ছয় হাঁকিয়ে ১৪০ রান করেন। ওয়ান ডে ক্রিকেটে এটি রোহিতের তৃতীয় দ্রুততম শতরান। এদিন ৮৫ রানে সেঞ্চুরি পূর্ণ করেন হিটম্যান। ওয়ান ডে ক্রিকেটে এটি রোহিতের ২৪তম শতরান। অন্যদিকে ভারতীয় দলের সহঅধিনায়ক হিটম্যান এদিন ৩৪ বলে অর্ধশতরান করলেন যেটি তাঁর কেরিয়ারে দ্রুততম অর্ধশতরান।

English summary
ind vs pak 2019: rohit-rahul make record partnership against pak in world cup history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X