For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-পাক ম্যাচে বিতর্কিত পাঁচ স্লেজিং দৃশ্য

বাইশ গজে ভারত-পাক ডুয়েল, আর ক্রিকেটারদের মধ্যে স্লেজিং হবে না, হয় নাকি। ভারত-পাক ম্যাচের অতীত ঘাঁটলে দেখা যাবে প্রতি ম্যাচে কোনও না কোনও কাণ্ড ঘটেছে।

  • |
Google Oneindia Bengali News

বাইশ গজে ভারত-পাক ডুয়েল, আর ক্রিকেটারদের মধ্যে স্লেজিং হবে না, হয় নাকি। ভারত-পাক ম্যাচের অতীত ঘাঁটলে দেখা যাবে প্রতি ম্যাচে কোনও না কোনও কাণ্ড ঘটেছে। একনজরে দেখে নেওয়া যাক, ভারত-পাক ম্যাচের বিতর্কিত পাঁচ মুহূর্ত

জাভেদ মিয়াঁদাদ বনাম কিরন মোরে-

১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সিডনিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ভারতীয় কিপার মোরে, মিঁয়াদাদকে রান আউট করার জোরালো আবেদন করেছিলেন। ক্রিজে ঢুকে যাওয়ার পরেও মোরে আবেদন চালিয়ে যাওয়ায় মেজাজ হারিয়ে ভারতীয় উইকেটকিপারকে ভেঙিয়ে লাফিয়েছিলেন মিয়াঁদাদ। এর আগে উইকেটের পিছন থেকে ক্রমাগত দুজনের মধ্যে কথার লড়াই চলছিল।

আমির সোহেল বনাম ভেঙ্কটেস প্রসাদ

১৯৯৬ বিশ্বকাপে, আমির সোহেল- প্রসাদের স্লেজিং দৃশ্য ভারত-পাক মহারণের লোকগাথায় লেখা থাকবে। বাউন্ডারি হাঁকিয়ে প্রসাদের দিকে ব্যাট দেখিয়ে মাঠের বাইরে যেতে বলেছিলেন সোহেল। সেই প্রসাদের বলেই শেষে বোল্ড হয়ে সোহেলকে প্যাভিলিয়ন ফিরতে হয়েছিল। পাক ওপেনারকে বোল্ড করে পাল্টা সেন্ড অফ জানিয়ে স্লেজিং পর্ব জমিয়ে দিয়েছিলেন প্রসাদ

২০০৭ গম্ভীর বনাম আফ্রিদির কথার লড়াই

কানপুরে ভারত-পাক ম্য়াচে আফ্রিদির বলে সিঙ্গল রান চুরি করতে গিয়ে পিচে আফ্রিদির সঙ্গে ধাক্কা লাগে গম্ভীরের। পরে দুজনেই মেজাজ হারিয়ে পিচের মাঝে একে অন্যের সঙ্গে কথায় লড়াইয়ে জড়িয়ে পড়েন। আম্পায়ারদের তৎপরতায় শেষে ঝামেলা মিটেছিল।

গম্ভীর -আকমলের কথার লড়াই

গম্ভীর -আকমলের কথার লড়াই

২০১০ এর এশিয়া কাপের আসরে ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের সঙ্গে লেগে গিয়েছিল আকমলের। স্পিনার আজমলের বলে জোরালো আবেদন করেছিলেন আকমল। পরে নটআউট থাকেন গম্ভীর। ম্যাচের মাঝে সেই জোরালো আবেদন নিয়েই কথার লড়াইয় জড়িয়েছিলেন দুজন।

হরভজন বনাম শোয়েব

হরভজন বনাম শোয়েব

ঐ ম্যাচেই শোয়েব আখতারে সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন ভাজ্জি। ২৬৭ রান তাড়া করতে নেমে, স্লগ ওভারে শোয়েব আখতারের একটি বলে ভাজ্জি বিট হলে কথা কাটাকাটিতে জড়িয়ে যান দুজন। শেষ পর্যন্ত অবশ্য ভাজ্জির ব্যাটে ম্যাচ জিতেছিল ভারত। শোয়েব-হরভজনের কথার লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন ভাজ্জি।

English summary
ind vs pak CWC2019: 5 controversial moments in India-Pakistan clashes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X