For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে সরফরাজকে খোঁচা দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান

বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের হার যেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। এবার সরফরাজকে খোঁচা দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের হার যেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। এবার সরফরাজকে খোঁচা দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

করন জোহর

করন জোহর

উড়তা পাঞ্জাব আমাদের সময়ের বাস্তব তুলে ধরেছে, বাস্তব ছবিতে কাটছাঁট বিভ্রম তৈরি করবে। যা সঠিক তারই পক্ষে আমাদের দাঁড়ানো উচিত।

পাক প্রধানমন্ত্রী ইমরান ঠিক কী বললেন?

এক বক্তব্যের মাঝে ঘুরিয়ে বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনা করেছেন ইমরান। বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী বলেন, 'হারের ভয়ই মানুষকে শেষ করে দেয়। হারের ভয় মনের মধ্যে ঢুকে গেলে, মুহূর্তে রক্ষণাত্মক স্ট্র্যাটেজি সাজানো শুরু হয়ে যায়। মানুষ নেগেটিভ হয়ে পড়ে।' পর মুহূর্তেই ইমরান জুড়েছেন, ' ২০১৯ বিশ্বকাপে যেমন ঘটেছিল। সবাই টস জিতে ব্যাটিং নিচ্ছিল, আর কিছু দল নেগেটিভ মাইন্ড সেটের জন্য টস জিতে বোলিং নিয়েছিল।'

অনুরাগ কাশ্যপ

অনুরাগ কাশ্যপ

উড়তা পাঞ্জাবের থেকে সৎ ছবি আর নেই। কোনও ব্যক্তি বা কোনও দল যদি বিরোধীতা করে তার মানে সে বা তারা আসলে ড্রাগসের নেশার প্রচারে দোষী। আমি সবসময় ভাবতাম উত্তর কোরিয়ায় থাকার অভিজ্ঞতাটা কেমন হবে। এখন তো দেখটি বিমান ধরারও প্রয়োজন নেই।

সরফরাজকে খোঁচা দিলেন ইমরান

সরফরাজকে খোঁচা দিলেন ইমরান

ইমরান খানের এই মন্তব্য করতেই সভাগৃহ হাততালিতে ফেটে পড়ে। প্রসঙ্গত ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে ম্যাচে টস জিতে পাক অধিনায়ক সরফরাজ আহমেদ বোলিং নিয়েছিলেন। বাকিটা ইতিহাস!!!

রাম গোপাল বর্মা

রাম গোপাল বর্মা

যে সরকার উড়তা পাঞ্জাবকে নিষিদ্ধ করতে চাইছে, তাদের বুঝতে হবে তারা আসলে উড়ন্ত বাস্তবটাকেই নিষিদ্ধ করার চেষ্টা করছে। উড়তা পাঞ্জাবের বদলে যদি পারে তাহলে পাঞ্জাব সরকারের ড্রাগ নিষিদ্ধ করা উচিত। কিংবা নিজেদের নিষিদ্ধ করা উচিত।

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত

প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছিল ভারত। রোহিত শর্মা ১৪০ ও বিরাট কোহলি ৭৭ রান করেছিলেন। ওপেনিংয়ে লোকেশ রাহুল করেন ৫৭। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ৪০ ওভারে পাকিস্তান ২১২ রান তুলতে পারে। ভারত ম্যাচ জিতেছিল ৮৯ রানে।

অশোক পণ্ডিত

অশোক পণ্ডিত

ছবির নাম থেকে পাঞ্জাব শব্দটি প্রযোজকদের বাদ দিতে বলাপ নির্দেশের একজন চিত্রনির্মাতা হিসাবে আমি কড়া নিন্দা করি।

হনশল মেহতা

হনশল মেহতা

আমি যা শুনেছি তা আমাকে অত্যন্ত রাগান্বিত করেছে। বিভ্রম না ষড়যন্ত্র? যে ছবি বাস্তবের চিত্রটাই আয়নায় প্রতিফলিত করছে তাকে প্রশাসন এত ভয় পাচ্ছে কেন? সত্যিটা কি রাজ্যের মানহানি করবে?

সোহা আলি খান

সোহা আলি খান

যাঁরা বলছেন ড্রাগ পাঞ্জাবের সমস্যা নয়, হয় তারা এই বিষয়ে অবগত নন, নয় অসৎ, কিবং বিশ্বাসঘাতকতার মানসিকতা রয়েছে।

English summary
Ind vs Pak: Pakistan PM Imran Khan took a dig to Sarfaraz Ahmed For Bowling First vs India in 2019 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X