
ব্র্যাডম্যানের কীর্তি ছাপিয়ে গিয়েছেন রোহিত
রাঁচি টেস্টে দ্বিশতরানের ইনিংস হাঁকানোর সুবাদে এই মুহূর্তে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের কীর্তি ছাপিয়ে গিয়েছেন রোহিত শর্মা। ঘরের মাঠে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ছিল ৯৮.২২। সেখানেই রাঁচিতে ২১২ রানের ইনিংস খেলার পর ঘরের মাঠে রোহিতের ব্যাটিং গড়় উপরের দিকে উঠে এখন ৯৯.৮৪।

প্রথম ব্যাটসম্যান হিসেবে রোহিতের এই কীর্তি
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ওপেনিং করতে নেমে, রোহিতই প্রথম ব্যাটসম্যান যিনি ম্যাচর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকান। ভাইজ্যাক টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করেন হিটম্যান।

কোনও এক টেস্ট ম্যাচে সর্বাধিক ছয়ের রেকর্ড
সিরিজের ভাইজ্যাক টেস্টে ১৩টি ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত। ওটাই কোনও টেস্ট ম্য়াচে কোনও ব্যাটসম্যানের হাঁকানো সর্বাধিক ছয়ের রেকর্ড। এই আগে সবচেয়ে বেশি ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন ওয়াসিম আক্রম।

প্রথমবার কোনও টেস্টে ওপেন করতে নেমে সর্বাধিক রান
ভাইজ্যাক টেস্টে ওপেন করতে নেমে দুই ইনিংসে রোহিত মোট ১৭৬+১২৭ অর্থাৎ ৩০৩ রান হাঁকান। এর আগে টেস্টে প্রথমবার ওপেন করতে নেমে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক ২০৮ রান করার কীর্তি রয়েছে কেপলার ওয়েসেলসের। ১৯৮২-৮৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হয়ে এই রান করেন তিনি।