For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গো-হারা হারল ভারত, লজ্জার রেকর্ড গড়ে মুখ পোড়ালেন পূজারা

সেঞ্চুরিয়ন টেস্টে জঘন্য খেলে ১৩৫ রানে টেস্ট ও একইসঙ্গে সিরিজ হারল ভারত। সেইসঙ্গে ভারতের স্পেশ্যালিস্ট টেস্ট ব্যাটসম্যান বলে পরিচিত চেতেশ্বর পূজারাও গড়লেন লজ্জার রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

এযেন ফেল করার ডিস্টিংশন! সেঞ্চুরিয়ন টেস্টে জঘন্য খেলে ১৩৫ রানে টেস্ট ও একইসঙ্গে সিরিজ হারল ভারত। সেইসঙ্গে ভারতের স্পেশ্যালিস্ট টেস্ট ব্যাটসম্যান বলে পরিচিত চেতেশ্বর পূজারাও গড়লেন লজ্জার রেকর্ড। যে রেকর্ড আর কোনও ভারতীয়র নেই। এক ইনিংসে দুবার রান আউট হলেন তিনি।

গো-হারা হারল ভারত, লজ্জার রেকর্ড গড়ে মুখ পোড়ালেন পূজারা

এদিন পঞ্চম দিনের শুরুতে জিততে হলে ২৫২ রান করতে হবে এই অবস্থায় ৩৫/৩ অবস্থায় শুরু করে ভারত। দলের রান ৪৯ হতে না হতেই পূজারা ফের রান আউট হন ব্যক্তিগত ১৯ রানের মাথায়। এবি ডিভিলিয়ার্সের থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন ভারতের নির্ভরযোগ্য তিন নম্বর ব্যাটসম্যান।

তার আগে প্রথম ইনিংসেও পূজারা নবাগত লুঙ্গি এনগিডির থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন শূন্য রানে। প্রথম ইনিংসে অধিনায়ক বিরাট কোহলির ১৫৩ রানের ইনিংসে লজ্জা বাঁচলেও দ্বিতীয় ইনিংসে পূজারা আউট হওয়ার পরে টেস্ট হারা ছাড়া আর কোনও পথ ছিল না।

রোহিত শর্মা ৪৭ রান করে চেষ্টা করেছিলেন। তবে তা যথেষ্ট ছিল না। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৩৫ রান করার পরে ভারত ৩০৭ রান করে। জবাবে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ২৫৮ রান করার পরে ভারতের সামনে ২৮৬ রানের টার্গেট ছিল। সেটা তাড়া করতে গিয়েই মাত্র ১৫১ রানে অলআউট ভারত। হারতে হল ১৩৫ রানে।

English summary
Ind vs SA : Cheteshwar Pujara becomes first Indian to be run out twice in same match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X