For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাঙ্কর ঋদ্ধি, বুমের ওপারে শামি, উমেশ! সিরিজ জিতে ভারতীয় দলে আগাম দিওয়ালি

দিওয়ালি আসতে এখনও বাকি কয়েকদিন। মঙ্গলবার রাঁচি টেস্ট জিতে নেওয়ার পর ভারতীয় ড্রেসিংরুমের অন্দরমহলে অবশ্য এখন আগাম দিওয়ালি।

  • |
Google Oneindia Bengali News

দিওয়ালি আসতে এখনও বাকি কয়েকদিন। মঙ্গলবার রাঁচি টেস্ট জিতে নেওয়ার পর ভারতীয় ড্রেসিংরুমের অন্দরমহলে অবশ্য এখন আগাম দিওয়ালি। ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি টেস্ট জিতল ২০২ রানের ব্যবধানে।কোহলিরা প্রোটিয়াদের সিরিজ হোয়াইটওয়াশ করল ৩-০ ব্যবধানে।

অ্যাঙ্কর যখন ঋদ্ধিমান

ম্যাচ জয়ের সেলিব্রেশনের মাঝে এদিন ঋদ্ধিকে অ্যাঙ্করের ভূমিকায় পাওয়া গেল।সেখানেই চ্যাট শোয়ে উমেশকে মজার প্রশ্ন ছুঁড়ে দেন ঋদ্ধি। সামনেই দিওয়ালি। সেই নিয়ে প্রশ্নে ঋদ্ধি বলেন, 'কিছুদিন পরই তো দিওয়ালি। ম্যাচে নামার আগেই কী সাপ বাজি পুড়িয়ে প্রস্তুতি সেরে ফেলেছিলে!' মজার প্রশ্নে মজার উত্তর উমেশের। ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন করা উমেশ বলেন, 'দলের ক্যাপ্টেন বলেছিল, যত তাড়াতাড়ি পার রান করে এসো। সেকারণেই শেষে ব্যাটিংয়ের সুযোগ পেতে, একটু বিধ্বংসী ব্যাটিং করছিলাম।' প্রসঙ্গত ম্যাচে ১০ বল খেলে ৩১ রান করেন উমেশ। তাঁর এমন ব্যাটিং দেখেই মজার খোঁচা দিতে ছাড়লেন না ঋদ্ধি।

শামির বিরুদ্ধে ডান্স

শামির বিরুদ্ধে ডান্স

উমেশের পাশাপাশি শামিকেও প্রশ্ন ছুঁড়ে দেন অ্যাঙ্কর ঋদ্ধি। চলতি সিরিজে তাঁর বোলিংয়ের বিরুদ্ধে প্রোটিয়াদের নাস্তানাবুদ হতে দেখা গিয়েছে। যা নিয়ে ঋদ্ধির এক প্রশ্নে শামি বলেন, 'দেশের বাইরে যখন আমরা ব্যাটিং করি আগে তখন প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের হাঁটু কাঁপতে দেখা যেত। এখন সব পরিস্থিতিতেই আমরা ব্যাটিং করতে পারি। এর আগে স্পিনাররাই শুধু বিপক্ষের হাঁটু কাঁপাত। এখন দলে দারুণ সব পেসার রয়েছে। তারাও প্রতিপক্ষ ব্যাটসম্যানদের হাঁটু কাঁপাতে পারে।'

শামি-উমেশের পারফর্ম্যান্স

শামি-উমেশের পারফর্ম্যান্স

রাঁচি টেস্টে দুই ইনিংস মিলিয়ে শামি ও উমেশ যাদব, ভারতীয় দলের দুই পেসারই পাঁচটি করে উইকেট তুলে নিয়েছেন। প্রথম ইনিংসে ১৬২ ও দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৩৩ রানে অলআউট করে ম্যাচ জিতে নেয় ভারত।

English summary
ind vs sa: Umesh Yadav Celebrates Early Diwali, Mohammed Shami Happy To Make Batsmen Dance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X